Android os খুব ডাটা কেটে নিচ্ছে ব্যাকগ্রাউন্ডে। কী করা যায়? এমন কোনো এপ এর সন্ধান দেয়া যাবে কী, যার দ্বারা show hidden file অপশন থেকে show করালেও ফাইল দেখা যাবেনা। বরং লুকায়িত থাকবে। file hide expert ব্যবহার করেছি কিন্তু এটা show hidden file এ গিয়ে ফাইল নেমের শেষের ফোটা (ডট) কেটে দিলে আবার support করে।
Share with your friends
Unknown

Call

Android OS মানে Android Operating System. এটি অন্যান্য ইন্টারনেট ব্যাবহারকারীকে App কে ডাটা প্রদান পরিচালনা করে, Data Usage এ এটি অনেক ডাটা ব্যাবহার করে এই সংকেত থাকলেও বস্তুতঃ এটি কোনো ডাটা ব্যাবহার করেনা। তাই আপনি এটা বন্ধ করতে পারবেননা। File Hidden করার জন্য সবচেয়ে ভালো App হলো Battery Plus, নাম ব্যাটারি প্লাস হওয়ার কারন যাতে অন্য কেউ বুঝতেই না পারে এটা ফাইল লুকানোর App. আর বুঝলেও পাসওয়ার্ড তো আর জানবেনা। আপনি যদি App Hidden করতে চান তাহলে Solo/Cool/Next/Apus এগুলোর যেকোনো একটা Launcer ইন্সটল করে নিন।

Talk Doctor Online in Bissoy App