Share with your friends

প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন।  তারপর এই লিংকে প্রবেশ করুন। তারপর দেখুন ডানপাশে লেখা আছে New site submission সেখানে ক্লিক করুন। তারপর আপনি সকল ইনফরমেশন ঠিক করে দিন। - Business Name সিলেক্ট করুন - Your Name তারপর আপনার দিন। - Email Address এবার ইমেল এ্যাডরেস দিন। - Phone number আপনার নম্বর দিন। - Country এর জায়গায় বাংলাদেশ দিন। - এবার Site Information দিতে হবে। - site এর জায়গায় আপনার সাইট নাম দিন। - Category এর জায়গায় আপনার সাইটের ক্যাটাগরি দিন। - Hero Images এর আপনার সাইটের লগো আপলোড করুন - Thumbnail এ আপনার ইচ্ছামত একটা ছবি দিন। - Your Message এ আপনার ইচ্ছা মত সাইট সম্পর্কে লিখুনন। - Add a URL এ আপনার সাইটের নাম দিন। এবার নিচে একদম খালি ঘরে একটা টিক দিন। তারপর submit এ ক্লিক করুন। সতর্কতা: 1. সাইটে কোন প্রকার ভারী ইমেজ রাখা যাবে না। 2. কোন প্রকার জাভাস্ক্রিপ্ট রাখা যাবে না এতে সাইট স্লো হয়ে যায়। 3. Last Update এ Thumbnail সিস্টেম না করলেই ভাল হয়। 4. সাইটে কোন প্রকার এড থাকলে সরিয়ে ফেলতে হবে। 5. সাইটটি শুধুমাত্র মোবাইল ভার্সন হতে হবে। [Note: যতদিন আপনার সাইটটি internet.org এ Approve না হচ্ছে ততদিন উপরের নিয়মগুলো মেনে চলবেন। সাইট Approved হওয়ার পরে আপনাদের ইচ্ছামত সাইট ডিজাইন, সাইটে এড বসানো কিংবা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন।] ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App