আপনার Profile Frame তৈরি করতে যা যা লাগবেঃ ১. একটি PNG format এর ফেসবুক প্রফাইল ফ্রেম। ২. ফ্রেমে কোন ব্যাকগ্রাউন্ড থাকা যাবেনা। ৩. ল্যাপ্ট বা কম্পিউটার। (এন্ড্রয়েড ফোন দিয়ে Desktop মোডে চেস্টা করে দেখতে পারেন । এর জন্য play store থেকে puffin ব্রাউজার install দিন ) Facebook Camera Effects  : প্রথমেই আপনাকে ফটোশপে ডিজাইন করা জানতে হবে। না জানলে শিখে নিতে হবে। কেননা ডিজাইন করা ব্যতীত এই চিন্তা করা ঠিক না। আপনাকে ফটোশপে একটি নিউ ফাইল ওপেন করতে হবে। যার সাইজ হবে ২৪০০*২৪০০ এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট (Transparent)। এরপর আপনাকে আপনার ডিজাইন করতে হবে। সেভ করতে হবে .png এই ফরম্যাটে। ডিজাইন কমপ্লিট হলে পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন। এরপর আপনি Create a Frame লেখা বাটনে ক্লিক করুন।  এইবার আপনি আপনার ফেসবুকে লগিন করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন । Get Started এ ক্লিক করুন।পাশে Upload Art বাটন পাবেন। সেখান থেকে আপনার ডিজাইনটি আপলোড করুন।  Next এ ক্লিক করুন। এই ফর্মটি ভালোভাবে পূরণ করুন কারণ এর মাধ্যমেই আপনার ফ্রেমটিকে সকলে খুঁজে পাবে।  ফেসবুক সচরাচর ৭ দিন নিয়ে থাকে আমার সকল ফ্রেম ৩দিন এ লাগছে ফ্রেম Verification এর জন্য। তাই আপনাকে অপেক্ষা করতে হবে। উপায় নেই। # শেষ কথা”””””””””” সুবিধাটি ভালো কাজে ব্যবহার করবেন। আমাদের বাঙালিদের একটা Reputation আছে, যে তারা নাকি যে কাজে যায় খারাপ কিছু করে আসে। এই বিশ্বাস ভাঙতে হবে। ফ্রেম প্রয়োজনে ভালো কাজে ব্যবহার করবেন। না পারলে করবেন না। অনেক মানুষই দেখছি ফ্রেম ব্যবহার শিখে যাচ্ছে তাই ফ্রেম তৈরি করছে। ভালোর জন্য কিছু করতে পারলে খারাপ কিসে!!

Talk Doctor Online in Bissoy App