সার্চ রেজাল্টের প্রথমে পেজে কোন ওয়েবসাইট র্যাঙ্ক করবে, তা দুটি বিষয়ের উপর নির্ভর করে। ১. Relevancy ২. Authenticity আমরা যখন সার্চ ইঞ্জিনে কোন শব্দ বা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, তখন ক্রাউলার তার ইন্ডেক্সে থাকা লাখ লাখ পেজের তথ্য ক্রাউল করে এবং খুঁজে বের করে কোন কনটেন্টটি এই সার্চকৃত কিওয়ার্ডের সাথে Relevant এবং এর সোর্স কতটুকু Authntic বা Trusted। সে অনুপাত হিসেব করে, সার্চ ইঞ্জিন Relevant কনটেন্টটি SERPs এর প্রথম পেজে নিয়ে আসে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সার্চ ইঞ্জিন কিভাবে বুঝে কোন কনটেন্টটি Authentic? ধরুন, আপনার বন্ধু একটি কম্পিউটার ক্রয় করবে, নিশ্চয় আপনি আপনার বন্ধুকে সেই ব্রেন্ডের কথা বলবেন, যেই ব্রেন্ডের কম্পিউটারটি ভালো। আবার আপনার বন্ধু যখন আরো কয়েকজনের কাছে জানলো আসলেই ঐ ব্রেন্ডের কম্পিউটারটি ভালো, তখন আপনার বন্ধুর ঐ ব্রেন্ডের কম্পিউটারটির দিকে বিশ্বাস তৈরি হবে। তাই না? নিশ্চয় আপনার বন্ধু ঐ প্রোডাক্টটি ক্রয় করবেন। সহজভাবে বলা যায়- যে প্রোডাক্ট ভালো রিভিউ বা রেফারেন্স রয়েছে, সেটিই ভালো বা Authentic প্রোডাক্ট। ঠিক একইভাবে সার্চ ইঞ্জিন কন্টেন্টের Authentication নির্বাচন করবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সার্চ ইঞ্জিন ভিজিতরদের সঠিক তথ্য প্রদর্শন করতে চেষ্টা করে। আর তাই, Relevancy & Authentication এর অনুপাতে অনুসারে সার্চ ইঞ্জিন SERPs নির্নয় করবে। অর্থাৎ, যে পেজেএর রেফারেন্স যতবেশি, সেই পেজের ততবেশি Authentic বা Trusted। এসইও এর ভাষায় এটিকে “Backlinik Creation” বলে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ