শেয়ার করুন বন্ধুর সাথে

স্ট্রেপ সংক্রমণ অন্যান্য মাইক্রোবিয়াল সংক্রমণের মতন অনুরূপ প্রকাশ হয়। একবার উপসর্গগুলি জানা গেলে , ডাক্তার ব্যাকটেরিয়া সনাক্ত করার জন্য একটি বিশেষ পরীক্ষা, রেপিড স্ট্রেপ পরীক্ষা করার পরামর্শ দেবেন, যার ক্ষেত্রে গলার নমুনা সংগ্রহ করার পর ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। সংক্রমণ রোধ করতে এবং অন্য বড় অসুস্থতা রোধ করতে একটি রক্ত পরীক্ষাও করা হয়। চিকিৎসা: স্ট্রেপ থ্রোটের প্রাথমিক চিকিৎসা এন্টিবায়োটিকসের দ্বারা হয়। সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া নির্মূল করতে এটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ যে রোগী এন্টিবায়োটিকসের কোনো ডোজ এড়িয়ে না যায়। যদি জ্বর বা ব্যাথা উপস্থিত থাকে, এনালজেসিক এবং এন্টিপাইরেটিক ওষুধও দেওয়া হয়। যদি ওষুধের কোর্স শেষ না হয় বা ব্যাকটেরিয়ার পক্ষে ওষুধের প্রতি সঝ্যক্ষমতা তৈরি হয়ে যায় তাহলে স্ট্রেপ থ্রোট পুনরায় হওয়ার ঝুঁকি থেকে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ