শেয়ার করুন বন্ধুর সাথে

ডাক্তার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করতে পারেন এবং চিকিৎসাগত ইতিহাসের সঙ্গে এটিকে মিলিয়ে দেখতে পারেন। তিনি সম্পূর্ণ রক্ত গণনা (সিবিসি) করতে বলতে পারেন প্লেটলেটের সংখ্যা জানার জন্য এবং মূত্র পরীক্ষা করতে বলতে পারেন কোনো সংক্রমণ আছে কিনা তা দেখার জন্য এবং রক্তপাতের সময় জানার জন্য। অস্থিমজ্জাতে কোনো রকম অস্বাভাবিকতা আছে কিনা তা দেখার জন্য বোন ম্যারো অ্যাস্পিরেশন করা হয়। এই চিকিৎসার লক্ষ্য হলো রক্তে প্লেটলেটের সংখ্যা বাড়ানো। কর্টিকোস্টেরয়েডস ব্যবহার করা হয় প্রদাহ কমানোর জন্য আর ইমিউনোগ্লোব্যুলিন ব্যবহার করা হয় প্লেটলেটের সংখ্যা বাড়ানোর জন্য। স্প্লেনেক্টমি করা হয় প্লেটলেটের ধ্বংস বা ক্ষয় হওয়ার মাত্রা কমানোর জন্য। গুরুতর ক্ষেত্রে প্লেটলেট ট্রান্সফিউশন করা প্রয়োজন। রিটাক্সান (রিটাক্সিমাব) নামক ওষুধটি দীর্ঘকালীন আইটিপির জন্য ব্যবহার করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ