শেয়ার করুন বন্ধুর সাথে

ক্যান্ডিডা ইনফেকশনে সাধারণত আক্রান্ত জায়গার চামড়া তুলে ধরা হয় এবং এটাতে অণুজীবের উপস্থিতি যাচাই করা হয়। ক্যান্ডিডিয়াসিস সনাক্ত করা হলে ব্যক্তির ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।উচ্চ ব্লাড সুগারের মাত্রা ফাঙ্গাসের খাদ্য হিসাবে কাজ করে এবং এটা বৃদ্ধিতে সাহায্য করে। যেকোন ক্যান্ডিডিয়াল ইনফেকশন চিকিৎসা নিম্নলিখিত পদ্ধতিতে করা হয়: সঠিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা যা চিকিৎসার জন্য প্রাথমিক প্রয়োজন আপনার ত্বকের ভেজা জায়গাগুলোতে অ্যাবসরবেন্ট পাউডার লাগানো ক্যান্ডিডিয়াসিস রোধ করতে সাহায্য করে। আপনার ত্বককে রোদে উন্মুক্ত রাখা স্বাভাবিক পরিসরে ব্লাড সুগারের মাত্রা বজায় রাখা আপনার ডাক্তার হয়তো টপিকাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং অয়েনমেন্ট দিতে পারেন যা আপনাকে অবস্থাটির চিকিৎসা করতে সাহায্য করে  তীব্র ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ,ডাক্তার ওড়াল অ্যান্টিফাঙ্গাল থেরাপিরও বিহিত করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ