বেশীরভাগ ইউআরটিআই নির্ণয় করা হয় রোগীর দ্বারা উল্লেখ্য উপসর্গের উপর নির্ভর করে। রাপিড অ্যান্টিজেন ডিটেক্সন পরীক্ষা (আরএডিটি), হেটেরোফিল অ্যান্টিবডি পরীক্ষা, এবং আইজিএম  অ্যান্টিবডি পরীক্ষা করানো হয় এই ব্যাধির জন্য দায়ী ভাইরাস ও ব্যাকটিরিয়া খুঁজে বার করতে। ইউআরটিআইএর সাধারণ চিকিৎসা পদ্ধতি হলো: হাঁচি ও নাকে জল পরা বন্ধ করার জন্য অ্যান্টিহিস্টামিনস এবং ডিকনজেস্ট্যান্টস নিতে পরামর্শ দেওয়া হয়। নুনজলে গার্গল করতে বলা হয় গলা ব্যথা ঠিক করতে। ফ্যারিন্জাইটিসের মত ভাইরাস বা ব্যাকটিরিয়ার কারণে ঘটিত ইউআরটিআইএর চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিকস এবং অ্যান্টিভাইরালস দেওয়া হয়। সাইনাসাইটিস থেকে আরাম পেতে দোকান থেকে কেনা ওষুধ যেমন, লজেন্স এবং নাকের জন্য স্যালাইন ড্রপ্স দিতে বলা হয়। গলায় ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য গরম পানীয় যেমন, চা এবং সুপ পান করতে বলা হয়। ব্যথা কমানোর জন্য অ্যাসিটামিনোফেন দেওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ