যেহেতু রিকেটসিয়াল ইনফেকশন খুবই বিরল, তাই অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। চিকিৎসক লক্ষণ এবং উপসর্গগুলির একটা সম্পূর্ণ ইতিহাস নেন, যেগুলি তাকে রোগ নির্ণয় করতে সাহায্য করে। চিকিৎসক রোগ সম্পর্কে নিশ্চিত হতে নিম্নলিখিত পরিক্ষাগুলির পরামর্শ দিতে পারেন: রক্ত পরীক্ষা। কামড়ের জায়গা থেকে ত্বকের নমুনা সংগ্রহ করে তার বায়োপ্সি। রিকেটসিয়াল ইনফেকশনের চিকিৎসা পদ্ধতিঃ কোন জায়গায় পোকা কামড়েছে (বিশেষ করে কুঁচকি, বগল কানের পিছনে বা হাঁটুতে, মাথার পিছনে) তা দেখার জন্য ভালো করে ত্বক পরীক্ষা করতে হবে যাতে ইনসেক্ট রিপ্যালেন্ট যেমন পিকারিডিন ব্যবহার করে তা নিয়ন্ত্রণ করা যায় বা শরীর ঢাকা থাকে এমন জামাকাপড় এবং চওড়া টুপি পরতে হবে। যেহেতু রোগ প্রতিরোধ করার জন্য কোনও ভ্যাকসিন নেই, সংক্রমণের স্থায়িত্ব এবং প্রবলতা কমাতে টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিনের মতো অ্যান্টিবায়োটিকের পরামর্শ দেওয়া হয়। সবার থেকে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে রাখতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ