সাধারণত দক্ষতা বিচারবোধ মানুষের স্বভাবজাত ব্যাপার। কিন্তু মানুষ একটি রোগে তার স্মৃতি যুক্তিবোধ তথা বিচার ক্ষমতা হারাতে থাকে।রোগটির নাম আলঝাইমার। এটি সাধারণত ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হয়। তবে আরো বেশি বয়সেও এটা হতে পারে।   এই রোগের ট্রিটমেন্ট নিতে প্রথমত একজন  মনরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন। প্রথমত   এই রোগ নির্ণয় এর জন্য টেস্ট এর প্রয়োজন পরে না এই রোগের লক্ষন বুঝেই  জানা যায়। যার জন্য মনরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন প্রয়োজনে ওনি চিকিৎসা দিবেন। 

Talk Doctor Online in Bissoy App