বর্তমান যুগে কম্পিউটার, ইন্টারনেট ছাড়া এক মুহুর্ত থাকা প্রায় অসম্ভব একটি কাজ। কম্পিউটার এবং ইন্টারনেট দিয়ে আমরা কি করি? আমরা গেমস খেলি, ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, টুইটার ব্যবহার করি এবং অসংখ্য ওয়েবসাইট ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের মনে একবার ও একটি প্রশ্নের উদয় হয়েছে কি? আমরা যে এতসব জিনিস ব্যবহার করতেছি এগুলো সৃষ্টি হলো কিভাবে? কিভাবে এগুলো চলতেছে? এগুলো সব কিছুই সৃষ্টি হয়েছে প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমে। প্রথমত, কম্পিউটার আমাদের ভাষা বুঝে না; শুধু আমাদের ভাষা নয় পৃথিবীর কোন ভাষাই কম্পিউটার বুঝবে না। কম্পিউটারের নিজস্ব ভাষা রয়েছে, সেটি হলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা মেশিন ভাষা। কিছু কিছু প্রোগ্রামিং ভাষার নাম হলো ঃ- পাইথন, জাভা, সি ইত্যাদি। আপনি যদি প্রোগ্রামিং ভাষা শিখতে চান তাহলে আপনাকে এই বিষয়ের প্রতি অনেক শ্রম, মেধা খরচ করতে হবে। আপনাকে শিখতে হবে ডাটা স্ট্রাকচার এবং এলগরিদম। এর পাশাপাশি থাকতে হবে প্রবলেম সলভিং এর দক্ষতা। বিভিন্ন ওয়েবসাইট প্রোগ্রামিং বিষয়ে ফ্রি ক্লাস প্রদান করছে এবং ইউটিউবে আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান সেই বিষয়ে অনেক টিউটরিয়াল আপনি পেয়ে যাবেন। আপনি বাংলাদেশের বই ক্রয় বিক্রয়ের ওয়েবসাইট রকমারীতে প্রোগ্রামিং সংক্রান্ত বিভিন্ন বই পেয়ে যাবেন। এছাড়াও অনলাইনে বিভিন্ন প্রোগ্রামিং ফেষ্ট হয়ে থাকে সেখানে অংশগ্রহন করতে পারেন।আমার মতে, প্রোগ্রামিংয়ে সফল বলতে কোন শব্দ নেই কারন এর পরিধি ব্যাপক। প্রাক্টিস করুন এবং মেধা প্রোগ্রামিং এ খাটান। নিজের উপর বিশ্বাস রেখে প্রোগ্রামিং সংক্রান্ত বিভিন্ন সেমিনার, কম্পিটিশন, গেমস, প্রাক্টিসিং এ নিজেকে যুক্ত রাখুন। আজ হোক, কাল হোক আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন অবশ্যই।


শেয়ার করুন বন্ধুর সাথে