না। একটা ইমেল একাউন্ট, একটাই চ্যানেল। 

Talk Doctor Online in Bissoy App
Call

অনেকেই সম্ভবত এই বিষয়টি জানেন না যে একটি জিমেল আইডি দিয়ে একাধিক YouTube চ্যানেল খোলা সম্ভব। বেশিরভাগ মানুষ মনে করেন যে একটি জিমেল আইডি দিয়ে সর্বাধিক একটি YouTube চ্যানেল খোলা যায়। 


কিন্তু এই ধারনাটি সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা।


আমার সঠিকভাবে জানা নেই যে একটি জিমেল আইডি দিয়ে কতগুলি চ্যানেল খোলা যায়, তবে সম্ভবত আপনি একটি জিমেল দিয়ে সর্বাধিক ৫০ টি ইউটিউব চ্যানেলখুলতে পারবেন।


তবে এবার আসি কিভাবে আপনি একাধিক ইউটিউব চ্যানেল খুলতে পারবেন,


১. সর্বপ্রথম আপনের বর্তমান জিমেল আইডি দিয়ে ইউটিউব-এ লগইন করুন

২. এরপর আপনি আপনার ছবি, অর্থাৎ প্রোফাইল এর উপর ক্লিক করলে একটি সেটিং এর চিহ্ন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন

৩. সেটিংস-এ ক্লিক করার পর আপনার সামনে যে পেজ খুলবে সেখানে আপনি Create a new channel বলে একটি অপসন পাবেন সেখানে ক্লিক করুন


উপরের প্রক্রিয়া অনুসরণ না করতে চাইলে আপনি এই লিঙ্কে ক্লিক করে নিজের নতুন চ্যানেল তৈরী করতে পারেন


এরপর প্রক্রিয়া অনুসারে নিজের নতুন ইউটিউব চ্যানেল আপনি তৈরী করে নিতে পারবেন (ওয়েবসাইটে ছবি আপলোড না হওয়ার কারণে স্ক্রীনশট ছাড়াই কাজ চালাতে হবে)


ধন্যবাদ!

নারায়ন দাস 

Founder of Banglaysekho.com

Talk Doctor Online in Bissoy App