Call


আপনি গুগলে গিয়ে Cooking লিখে চার্চ করুন চার্চ করার পর যে ফলাফল আসবে মানে যে পেজটি আপনি পাবেন সেই পেজের একদম শেষে চলে জাবেন ওখানে আপনি অনেক keyword পেয়ে জাবেন।জে keyword গুলো ওখানে পাবেন অগুলো দিয়ে ও চার্চ করে করে আপনি নতুন নতুন keyword গুলো পেতে থাকবেন ওখান থেকে যে keyword গুলো আপনার কাছে মূল্যবান মনে হবে সেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন এছাড়া Youtube এ গিয়ে Cooking ভিডিও লিখে চার্চ করলে প্রথমে যে ভিডিও গুলো আসবে ওই ভিডিও গুলো থেকে ৩-৪ টা করে keyword আপনি সংগ্রহ করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন কোন ভিডিও থেকে সবগুলো Tag বা keyword কখনো ই নিবেন না...এরপর ও যদি কোন প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন

Talk Doctor Online in Bissoy App
Call

আপনাকে কী ওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। আমি আপনাকে কয়েকটি উপায় বলতে পারি। 

১। গুগল কি ওয়ার্ড প্লানার ব্যবহার করুন

২। গুগল সার্চ কন্সোল ব্যবহার করুন

৩। কিছু ফ্রি টুলস আছে যেমন  keywordseverywhere.com এটার এক্সটেনশন গুগল ক্রমে ইন্সটল করে নিন- যে কোন সার্চে রিলেটেড কি ওয়ার্ড দেখাবে।


এই ব্লগে বিস্তারিত আছে পড়ে নিন।

Talk Doctor Online in Bissoy App