মনে করি আজ ইংরেজি জুন মাসের ১৪ তারিখ। এখন আজ আরবি মাসের কত তারিখ সেটা আরবি ক্যালেন্ডার থেকে দেখার উপায় কি? ইন্টারনেট থেকে ২০২০ সালের ২ টা আরবি ক্যালেন্ডার ডাউনলোড করেছি কিন্তু দুটিতে তারিখ গুলা একই না। ২-১ দিনের ভিন্নতা আছে। এমতাবস্থায় কিভাবে আরবি মাসের সঠিক তারিখ দেখতে /জানতে পারি??




শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনি এই এপ্সটি ইন্সটল করুন এখানে আপনি বাংলা আরবি ও ইংরেজি সহ দেখতে পারবেন।এখানে ইংরেজি তারিখের সাথে আরবি ও বাংলা তারিখ আছে যা কালার গুলো আলাদা। যে কালারে মাসের নাম আছে ঐ কালারের তারিখ দেখবেন।যেমন লাল কালারে বাংলা মাসের নাম তাই লাল কালারের তারিখ দেখবেন যা অবশ্যই ইংরেজি তারিখকে নির্দেশ করে। আর নিল কালারের আরবি মাসের নাম থাকলে ঐ নিল কালারের তারিখ দেখবেন যা অবশ্যই ইংরেজি তারিখকে নির্দেশ করে। নিম্নে পিক দেখুন


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sayeedhatim

Call


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ