শেয়ার করুন বন্ধুর সাথে

  আপনি আপনার স্মার্টফোনের বিভিন্ন জিনিস যেমন ক্যালেন্ডার, ই-মেইল, ফোনবুক এগুলো ইচ্ছা করলে ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি হালনাগাদ করতে পারেন। এই জন্য আপনার ফোনের সেটিংস এ যান সেখান থেকে “Accounts & sync” অপশনটি বেছে নিন। তারপর সেটিতে ক্লিক করে “automatic syncing” যদি আপনি আপনার সবকিছু অটোম্যাটিক আপডেট করতে চান তাহলে ON আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে OFF এ সেট করুন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ