Jamiar

Call

আপনি খুব সহজেই যেকোন পরিক্ষার রেজাল্ট সিট এ GpA পয়েন্ট বের করতে পারবেন।এর জন্য কিছু ধাপ বলছি নিম্নে দেখুন।

  • প্রথমত আপনি Microsoft execl এ ওপেন করবেন,
  • এর পর সেখানে একটি রো তে এবং ডান পাশের কলাম গুলোতে প্রয়োজনীয় সাব্জেক্ট গুলো প্রতেকটি কলামে  লিখলেন।
  • এর পর সর্বমোট নম্বরের বের করার জন্য আর একটি কলামে total লিখলেন। (এটি না নিলেও সমস্যা নেই)
  • এর GPA বের করার জন্য আর একটি কলামে gpa লিখলেন ঐ একই রোতে লিখবেন।( নিচে পিকচার এ দেখবেন।)
  • এর পর উক্ত সাব্জেক্ট এর প্রাপ্য নম্বর গুলো নিচের রোতে প্রতেকটি সাব্জেক্ট কলামে বসিয়ে দিলেন।
  • এর পর টোটাল নাম্বার বের করতে চাইলে সব সাব্জেক্ট নম্বর সিলেক্ট করে রিবোন বার এর ডান পাশে অটসামে ক্লিক করলেই টোটাল মার্ক চলে আসবে।
  • এর gpa বের করতে চাইলে ঐ(যেখানে সাব্জেক্ট নম্বর লিখেছেন) রো এর gpa  কলামে যাবেন সেখানে
  • Gpa বের করার জন্য সুত্রটি 7 বার লিখবেন নিম্নে যেভাবে লিখবো আপনিও সেভাবেই দিবেন→ =If(এখানে কলাম ও রো এর নাম্বার থাকবে অর্থাৎ যে রোএর যে কলামে gpa বের করবেন সেই রোএর নাম্বার ও কলাম নাম থাকবে>=80,"A+",if(ঐ>=70,"A",if(ঐ>=60,"A-",if(ঐ>=50,"B",if(ঐ>=40,"C",if(ঐ>=33,"D",if(ঐ>=32,"F"))))))) 
  •  এর পর Enter  প্রেস করলেই gpa বের হয়ে যাবে।
  • আসা করি বুঝতে পারছেন।



Talk Doctor Online in Bissoy App