Imranhaq

Call

প্রথমত আপনার ইউটিউব চ্যানেলের এমন নাম দিবেন যেগুলো আর কারোর চ্যানেলের নাম না।।।তাইলে সহজেই যে কেউ খুজে পাবে। ভিডিওর শিরোনাম সহজতর দিবেন।  ভালো ভিডিও দিবেন। কারো কপি ভিডিও দিবেন না।।দেখবেন ধীরে ধীরে view subscribers বাড়তে থাকবে। এছাড়াও আরো জানতে ইউটিউবে (How to youtube views increase) এটা লিখে সার্চ দেন। অনেক গুলো ভিডিও আসবে।।।সেগুলো দেখলে আশাকরি কাজে দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চ্যানেলের সাবসক্রাইবার না হয়েও ভিডিও দেখা যায়। আপনার ভিডিওর প্রাইভেসি Public থাকলে যে কেউ দেখতে পারবে। সাবস্ক্রাইব করা আবশ্যক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ