আমি ২য় বার এস.এস.সি দিলাম এখন mcq নিয়ে টেনশনে আছি আমি দিয়েছি ৬ সৃজনশীল এবং ৪০ mcq এখন খাতায় শিওর ৩৫ এর উপরে পাবো কিন্তু mcq ১৩ পেলে পাশ এখন না ও পেতে পারি তাই বলছি আমাদের আগের নিয়ম ছিল ১৩ পেলে পাশ আর এখন এর নিয়ম ১০ পেলে পাশ এখন কি আমি আগের নিয়মে পাশ করাবে না এখন এর নিয়মে পাশ করাবে। আমি এবার ফেইল করলে আর কিছু থাকবেনা জীবনে আমি অনেক পড়ছি কিন্তু mcq এত ভুল কেমনে হয়ছে মাথায় ডুকেনা। প্লিজ কেও এই বিষয়ে জানলে হেল্প করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

আপনার সৃজনশীল পরীক্ষা হলো মোট ৬০ নাম্বারে,

আপনাকে সৃজনশীলে উত্তীর্ণ হতে হলে পেতে হবে ২০

নাম্বার এবং নৈর্ব্যক্তিক পরীক্ষা হলো মোট ৪০ নাম্বারে

সুতরাং নৈর্ব্যক্তিকে উত্তীর্ণ হতে হলে আপনাকে পেতে

হবে ১৩ নাম্বার।অর্থাৎ ৪০ টা নৈর্ব্যক্তিকের মধ্যে ১৩ টা সঠিক

হতে হবে। ১৩ টার কম হলে অনুত্তীর্ণ হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ