আমি হ্যাকিং শিখতে চাই। 

হ্যাকিং শিখবো কিভাবে? 

এর উপর কোনো বই আছে? 


শেয়ার করুন বন্ধুর সাথে
আপনি এখানে দেখতে পারেন এখানে ক্লিক করুন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাকিং মানেই হলো কোন কিছুর ভুল ধরা এবং সেই ভুল দিয়ে কোন কিছুর নিরপত্তা ব্যবস্থা টপকিয়ে সেখানে প্রবেশ করা। এখন ভুল ধরার জন্য সেই বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা। যেমন :- একটা ওয়েবসাইট হ্যাক করতে হলে সেই ওয়েবসাইট কিভাবে তৈরি হয়েছে সেইটা জানতে হবে এবং ঐখানের নিরপত্তা ব্যবস্থাত খুঁত বের করতে হবে। তাই হ্যাকিং এর জন্য প্রয়োজন সকল ধরণের প্রোগ্রামিং ভালো করে আয়ত্ত করা। আর সকল ধরণের প্রোগ্রামিং জানালেই আপনি হ্যাকিং করতে পারবেন। যেমন ;- C,C+,C++,C#,PHP,Java,Paython ইত্যাদি ইত্যাদি। এক কথায় হ্যাকিং এর জন্য নির্দিষ্ট কোন বই নেই। আপনি সকল প্রোগ্রামিং জানলেই শুধু মাত্র সকল কিছু হ্যাক করার চেষ্টা করতে পারবেন।আর সকল প্রোগ্রামিং জানলে নিজেই বুঝবেন কিভাবে হ্যাক করতে হবে কোনটা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ