পাবলিক পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো ভুল করলে যদি তা সংশোধিত না করা হয় তবে সেই ভুলের দায়দায়িত্ব সম্পূর্ণরুপে শিক্ষকের। আপনি ভুল করলে শিক্ষক তা খাতা সাইন করার সময় লক্ষ করার কথা। যদি আপনি শিওর হন যে আপনি ভুল করেছেন এবং শিক্ষক তা আপনাকে জানাননি তাহলে প্রথমত সেই শিক্ষকের জরিমানা হতে পারে! আর আপনি নিশ্চিন্ত থাকুন। যথাসম্ভব যদি সেট কোড না মেলে তাহলে শিক্ষকরাই তা ঠিক করে দেবেন। আমি যখন জিলা স্কুলে নবম শ্রেণীতে ছিলাম তখন আমার স্কুলের কিছু শিক্ষক আমাদের ক'জনের দ্বারাই বোর্ড পরীক্ষার খাতার রেজিস্ট্রেশন নম্বর,রোল নম্বর আর বিষয় কোড চেক করিয়ে নিতেন। কিছু ভুল থাকলে আমরা ঠিক করে দিতাম। তাই বলা যায় এবারো তাই করা হবে। অন্যের কথায় কান দেবেন না। পরীক্ষা শেষ, এখন মজা করুন। এসব নিয়ে ভেবে এ সুবর্ণ সময়টাকে নষ্ট করবেন না।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ