ইউটিউবে ভিডিও Rank করার জন্য SEO করতে হয়। আর SEO এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যাগ নির্বাচন।

কিভাবে SEO করবেনঃ

♦ ভিডিওর একটি আকর্ষণীয় টাইটেল দিন। (বাংলা বাদ দেয়ার চেষ্টা করবেন)

♦ ডিস্ক্রিপশন বক্সে আপনার ভিডিওটির কিছু বর্ণনা দিন।

অর্থাৎ,  আপনার ভিডিওর মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন।

♦ ট্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ (আগেও বলেছি)।

ট্যাগের জন্য ঐসকল ওয়ার্ডগুলো নির্বাচন করবেন যেগুলো মানুষ সচরাচর সার্চ করে। এখন মানুষ কোনগুলো সার্চ করে তা কিভাবে জানবেন, এর জন্য আপনি google adword ব্যাবহার করতে পারেন বা tubebuddy ব্যাবহার করতে পারেন।

ট্যাগ নির্বাচনের জন্য আরেকটি উপায় আছে।।

ধরুন, আপনি একটি ফানি ভিডিও আপলোড দিয়েছেন।

এখন আপনি একজন ইউটিউবার হিসেবে নয় বরং একজন ভিউয়ার হিসেবে চিন্তা করুন যে ইউটিউবে ফানি ভিডিও দেখার জন্য আপনি কি লিখে সার্চ দিতেন!

অবশ্যই লিখতেন- funny video, new funny videos, funny video 2017 etc...

♦ কাস্টম থাম্বনাইল দেয়ার চেষ্টা করবেন। থাম্বনাইলে এমন ছবি ইউজ করবেন যাতে ভিউয়ার আগ্রহ নিয়ে ক্লিক করে তবে অবশ্যই সেটা আপনার ভিডিও রিলেটেড হতে হবে।

এভাবেই ভিডিওর জন্য ট্যাগ নির্বাচন করবেন।

লক্ষনীয়=>

★ বাংলা ট্যাগ ইউজ করবেন না।

★ বেশি বড় ট্যাগ ইউজ করবেন না।

★ আপনার ভিডিওতে নাই এমন কোন ট্যাগ ইউজ করবেন না।

Talk Doctor Online in Bissoy App