লেখা পড়া, এটা নিতান্তই নিজস্ব ব্যপার।। নিজের লেখা পড়া নিজের।।।। তবে এ সম্পর্কে উপদেশ নেওয়া খুব ভাল।।আমার মতে তুমি যদি পড়ালেখায় পুরোপুরি মনোনিবেশ করতে চাও তাহলে তুমার উচিত বইকে তুমার বন্ধু বানানো।। বন্ধুর সাথে যেমন নিজের সব কিছু শেয়ার করা যায় তেমনি বয়ের সাথে সব শেয়ার কর।।।। পড়া লেখার মাঝে মজা খুজে পাওয়া গেলে পড়ার মধ্যে সফল হওয়া যাবে।।। তাই তুমাকে আনন্দের সহিত বই পড়তে হবে।। যদি তা করতে পার তাহলে দেখবে যা পরতেছ তাই ভাল লাগতেছে।। আনন্দ খুজে পাওয়ার জন্য তুমার উচিত নিজের নোটস গুলা নিজেই তৈরি করা এতে খুব মজা আছে।। শিক্ষক দের পরামর্শ নিয়ে নোটস বানাও।।। ছাত্র জীবন মানেই পড়ালেখা, ঘুরাঘুরি নয়।।তাই বন্ধুদের সাথে ঘুরাঘুরি বর্জন করতে হবে।।বন্ধু হিসেবে একমাত্র বইকেই বেছে নাও।।।মুবাইল থাকলে দূরে সরিয়ে দাও এতে তুমার অনেক উপকার হবে, কাছে থাকলেই নিতে মন চায়বে, এর চেয়ে দূরে রাখ ফোন।।আযথা সময় নষ্ট কর না। ।সময়ের সঠিক মুল্য দিবে।। যদি দেও তাহলে এর ফল পাবে।।।। টাইম মেন্টেইন করা ছাত্রের এক গুরুত্ব পূর্ন কাজ।। তাই প্রতিটা সেকেন্ড কাজে লাগাও।। আর আল্লাহর কাছে হিদায়াত চাও।।।এতে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে।।।।। আশা করি এই কাজ গুলু করলে তুমি পড়া লেখায় সম্পূর্ণ মনোনিবেশ করতে পারবে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পড়াশোনায় মনোযোগ বারাতে প্রথমে আপনাকে একটি রুটিন বানাতে হবে এবং সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে

যখন ক্লান্ত মনে হবে বা যথেষ্ট মনোযোগ থাকবেনা তখন দারিয়ে পড়ুন।

পড়ার সময় মনোযোগ নষ্ট করে এমন কাজ পরিহার করুন।যেমন টিভি মোবাইল কম্পিউটার ইত্যাদি থেকে বিরত থাকুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পড়া শুনায় মনোনিবেশ করতে সর্বপ্রথম প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি। আর পরিহারের মধ্যে প্রয়োজন মোবাইল ফোন ও কম্পিউটার ব্যবহার না করা, টেলিভিশন থেকে দূরে থাকা। কারণ মোবাইল ফোন ও কম্পিউটার থাকা মানেই হলো আপনার পড়াতে সমস্যা করা। আপনি মনে করবেন ১০ মিনিট একটু দেখেই রেখে দিবো কিন্তু তা পারবেন না। এইগুলি পড়ালেখার প্রতি মনোনিবেশ নষ্ট করে দেয়। তাই সর্বপ্রথম এইগুলি ব্যবহার থেকে দূরে থাকতে হবে। যদি পড়েলেখার বিরতির মধ্যে কিছু সময় এইগুলো ব্যবহার না করে একটু বাহিরে গিয়ে ফ্রেশ বাতাসে হেঁটে আসেন তাহলে মন ভালো হবে এবং আপনার পড়ার টেবিলে বসতেও ইচ্ছা করবে। আর প্রতিদিন একটা নিয়ম মাফিক পড়বেন আর ঐ নিয়ম একদিনও ভঙ্গ করবেন না । প্রয়োজনে পড়ালেখার রুটিনে সময়টা একটু কম রাখবেন। আর প্রথম দিন পড়তে একটু কমই ইচ্ছা করবে তাই আস্তে আস্তে পড়ালেখার দিকে মন বসানোর চেষ্টা করুন। আপনি এই নিয়ম অনুসরণ শুধু মাত্র একমাস করলেই দেখবেন আপনার পড়ালেখার দিকে মনোনিবেশ হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ