ওয়েব সাইট বানাতে গেলে বা খুলতে গেলে প্রাথমিকভাবে কিছু জ্ঞান রাখতে হবে, যেমন : ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইন, জুমলা, পিএইচপি, এইচটিএমএল ইত্যাদি। এরপর আপনাকে ডোমেইন কিনতে হবে এবং এরপর তা কোন হোস্টিং সাইটে যুক্ত করতে হবে। আর এজন্য আলাদা আলাদা ভাবে টাকা লাগবে। ডোমেইন নেম এবং হোস্টিং প্যাকেজের উপর নির্ভর করে টাকার পরিমাণ। কমপক্ষে দুই হাজার থেকে দশ হাজার বা তারচেয়ে বেশি টাকা লাগবে বছরে। এখন আপনি যদি দুই হাজার টাকায় খুলতে চান তাহলে সেরকম কোন কোম্পানি যারা একসাথে ডোমেইন ও হোস্টিং সেবা দেয় তাদের সাথে যোগাযোগ করুন। আর সবকিছু সাজানোর জন্য একজন ওয়েব ডেভেলপার এর সাহায্যে কিছু টাকার বিনিময়ে করে নিন। আর ফ্রি খুলতে চাইলে blogger.com, wapka.mobi, wordpress.com থেকে ফ্রি খুলতে পারবেন। কিন্তু ফ্রি খুললেও আপনাকে তা চালাতে গেলে কিছু জ্ঞান রাখতে হবে।

Talk Doctor Online in Bissoy App