শেয়ার করুন বন্ধুর সাথে

সাইনাস সমস্যা হয়েছে কি না তা নিচের লক্ষণগুলোর সাথে মিলিয়ে নিন। যদি এরকম সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। ১. নাকে সর্দি হওয়া, বা নাক দিয়ে ক্রমাগত পানি পড়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া; বিশেষত যখন ঠাণ্ডায় আক্রান্ত ব্যক্তি সাত দিনেরও বেশি সময়ে সেরে না ওঠে। ২. নাক দিয়ে সবুজ কিংবা হলুদ পদার্থ বেরিয়ে এলে। মাঝেমধ্যে অবশ্য রক্তের ছোঁয়াও সেখানে লেগে থাকতে পারে। আক্রান্ত ব্যক্তির গলার ভেতরে খুসখুস করে অস্বস্তিকর অনুভব হওয়া এবং সে কারণে কাশি হওয়া। ৩. কপালে কিংবা চোখে বা চোখের চারপাশজুড়ে চাপ বা বদ্ধতা কিংবা ব্যাথা অনুভব করা। এই ব্যাথা হয়তো কপাল থেকে মাথার পেছনের দিকে সরে যেতে পারে এবং সকালে এই ব্যাথা আরও তীব্র হয়ে উঠতে পারে, কিংবা যখন সামনের দিকে ঝুঁকে থাকেন, তখনও এটা ঘটতে পারে। ৪. নাক দিয়ে একটা বাজে গন্ধ বের হয়, কিংবা নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয়। কখনও কখনও জ্বর, ওপরের চোয়ালে ব্যাথা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ