কম্পিউটারের c ড্রাইভ ফরমেট করবো কিভাবে?
Share with your friends
Call

খুব সাধারণ ভাবে এটা করা যায় তবে সি ড্রাইভ ফরমেট করলে আপনার উইনডোজ নতুন করে সেটাপ দিতে হবে।আপন চাইলে উইনডোজ সেটাপ দেওয়ার সময় সি ড্রাইভ ফরমেট করতে পারেন।এজন্য আপনাকে প্রথমে উইনডোজ ইনিস্টল এ গায়ে যখন আপনার ড্রাইভ দেখাবে তখন আপনি ছি ড্রাইভ এর উপর ক্লিক করে নিচে ফরমেট লেখায় ক্লিক করুন বাছ হয়ে গেলো আপনার ছি ড্রাইভ ফরমেট।

Talk Doctor Online in Bissoy App

সাধরনত কম্পিউটারে উইন্ডোজ c ড্রাইভে ইন্সটাল করা হয়ে থাকে। আর আপনার উইন্ডোজ c ড্রাইভে ইন্সটাল করা থাকলে ।

কম্পিউটারের c ড্রাইভ ফরমেট করতে হলে নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে হবে ।

এবং উইন্ডোজ সেটাপ দেওয়ার সময় সি ড্রাইভ ফরমেট করতে পারবেন ।


তা ছাড়া  আপনি c ড্রাইভ ফরমেট করতে গেলে ফরমেট হতে হতে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে । আর বড় কোন প্রবলেম হতে পারে।


আর আপনার কম্পিউটারে উইন্ডোজ অন্য কোন ড্রাইভে ইন্সটাল করা থাকে তাহলে সধারন মেমরি  কার্ড যেভাবে ফরমেট করেন সে ভাবে করবেন ।


Talk Doctor Online in Bissoy App