Call

প্রিন্টারের নামটা উল্লেখ্য করলে বেশি ভালো হতো। তবে সাধারণ আপনার প্রিন্টারের জন্য একটা সিডি থাকে আর যদি না থাকে ঐ প্রিন্টারের জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করে নিন। তারপর আপনি My Computer/My PC এর ঐখানে গিয়ে ডানের বাটনে ক্লিক করলে দেখবেন  Menage রয়েছে ঐখানে ক্লিক করলে দেখবেন Device Menager রয়েছে তারপর ঐখানে ক্লিল করে দেখবেন প্রিন্টারের লগো সহ প্রিন্টার লেখা রয়েছে ঐখানে ক্লিক করুন তারপর আপনার সিডিটা কিংবা সফটওয়্যারটা যেখানে আছে সেই জায়গাটা Browser করুন। এইবার Next Next দিলে ইন্সটল হবে।তারপর প্রিন্ট করতে পারবেন।

বি.দ্র. অবশ্যই উক্ত প্রক্রিয়ার আগে ইউএসবি ক্যাবল যুক্ত করে নিবেন এবং সেই সাথে প্রিন্টার চালু করে নিবেন। 


Talk Doctor Online in Bissoy App