আমি সচেতন হতে চাই যে আমি যদি মেডিকেল করতে যাই তাহলে আমাকে কি করতে হবে বা আমার শরিরের কোথায় দেখবে।Upload failed: [object Object]
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার রক্ত নিবে আর প্রস্রাব নেবে। আপনার চোখের পাওয়ার চেক করার জন্য বোর্ডে কিছু লিখে জিজ্ঞাস করবে আর আপনার বডি চেকআপ করবে এতে চিন্তার কোনো কারণ নেই। আবার এটা দেশ ভেদে ভিন্ন রকম হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

আপনার রক্ত নিবে,আপনার প্রসাব নিবে।

আপনার চোখ দুর্বল কিনা সেটা যাচাই করার জন্য

কোনো একজন ব্যক্তি আপনার এক চোখে ধরে রাখবে,

অর্থাৎ এক চোখ খোলা আরেক চোখ বন্দ,এখন আপনার

সামনে বোর্ডে কোনো অক্ষর লিখে আপনাকে

বলার জন্য বলবে এটা কি?

এক চোখে দেখে বলতে হবে।

ইত্যাদি ইত্যাদি।

ব্যাপার না,দুর্বল হওয়ার কোনো কারণ দেখছিনা।

কোনকিছু জিজ্ঞাসা করলে তাড়াহুড়া করবেননা,

একটু সময় নিয়ে বলবেন।

আর মেডিকেল করার পূর্বে যত পারেন ঠান্ডা জাতীয়

কিছু খেয়ে যাবেন।

যেমনঃ বেশি করে পানি,ডাব,

আকের রস,পেঁপেঁ, ইত্যাদি ইত্যাদি।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ