আসলে এটা আপনার জীনগতই একটা সমস্যা। মানুষের স্বভাব হলো দুই ধরনের, অন্তর্মুখি আর বহির্মূখী, ,, আপনার এই অন্তর্মুখি স্বভাব দুর করার জন্য আস্তে আস্তে মানুষের সাথে মেশার চেষ্টা করুন আর একদম কাছের কারও সাথে সমস্যাগুলো শেয়ার করুন আশা করি ফল পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
CChanbadsha

Call

আপনি ছোট ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারেন .এবং সবসময় আপনার পরিবার ও বন্ধুদের দরকারি কথা বেশী বলতে পারেন এতেই আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে .

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার জন্য পরামর্শ হল neuro-B সকাল ও রাতে খাবেন। সাথে Indever 40 mg  হাফ খাবেন সকাল ও রাতে। এভাবে একটানা ২-৩ মাস চলবে। আরও কিছু জানতে হলে ০১৭২৮৪১৭৯৫৪ এ কল দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আর যারা কম কথা বলে তারা বোকা আসলে ব্যাপারটি তেমন নয়। বুদ্ধিমান লোক বলে কম শোনে বেশি। যারা আপনাকে বোকা বলে এটা আপনার সমস্যা নয় তাদের সমস্যা। যারা আপনাকে নিয়ে মজা করে তাদেরকে এড়িয়ে চলুন। তাদের ফাওতু কথায় কষ্ট পাবেন না। আর প্রয়োজন ছাড়া বেশি কথা না বলাই ভালো। বেশি কথা বলার কারনে কথার ভুুল ও বেশি হয়। পরবর্তীতে এর দ্ধারা বিভিন্ন সমস্যায় পড়তে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ