বাংলা ১৩৯৭ সাল থেকে পূর্বের সাল গুলোর খাজনা পরিশোধ করতে হবে। আর বাংলা ১৩৯৮ সাল থেকে ১৪২১ সাল পর্যন্ত খাজনা মওকুফ ধরা হয়। আর এ সময় প্রতি বছর ২ টাকা হারে খাজনা আদায় করা হয়। তবে যাদের জমির পরিমান ২৫ বিঘার ঊর্ধ্ব তাদের খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে ৫০ পয়সা বা ১ টাকা শতক হিসাবে। তবে আবাসিক, বাণিজ্যিক, শিল্প, পৌর এলাকার খাজনার হার আলাদা। বাংলা ১৪২২ সাল থেকে প্রতি দাখিলা ১০ টাকা করে দিতে হবে। আর যাদের জমি ২৫ বিঘার উপরে তাদেরকে কৃষি জমির জন্য দুই টাকা শতক হারে খাজনা দিতে হবে। এছাড়া আবাসিক ১০ টাকা শতক, বাণিজ্যিক ৪০ টাকা শতক, শিল্প ৩০ টাকা শতক হারে খাজনা পরিশোধ করতে হবে (পৌর ও সিটি কর্পোরেশন এলাকার বাইরে)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ