৫ শতক আবাসিক রেটে নিবে। আর বাকি ৪৫ শতক সাধারণ কৃষি রেটে নিবে। তবে টাকা খাওয়ার আশায় দায়িত্বপ্রাপ্ত তহসিলদার এভাবে নিতে চাইবেন না। তিনি কিছু বখশিশ আবদার করতে পারেন। আর এজন্য পুরোটাই আবাসিক হারে নিতে চাইবেন। না হলে খাজনা নিবেন না। এরকম ভয় দেখাতে পারেন। কিন্তু খাজনা আদায়ের নিয়ম প্রথমে যেটা বললাম সেটাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ