Call

আপনি চোখে কম দেখেন সেটা আপনার ব্যক্তিগত। চশমা পরাটাও যা কারন। এতে নিজেকে ছোট বা খারাপ ভাবার কিছু নেই তো। দেশ বিদেশে কোটি কোটি সন্তান আছে যারা চশমা ব্যবহার করে। আপনিও তাদের একজন। তাহলে নিজেকে কেন সবার থেকে দুরে রাখা হচ্ছে। চোখ দিয়ে ক'জনের তুলনা হয় আজকাল? মনটাই মূল। আপনি সবার সাথে মিশেন। কথা বলেন। অন্যদের মত হাসিখুশি থাকুন। ভেবে নিন আপনি সুস্থ্য। স্বাভাবিক সামাজিক ধারায় চলে আসুন। আশেপাশের মানুষ কি বলে না বলে ওসব দিয়ে তো আপানার কিছু আসে যায়না। আপনার খিদা লাগলে তো আর সেই কটুক্তিকারীরা এসে খাবার খাইয়ে দেয়না। তাহলে? নিন্দুকেরা নিন্দা করবেই। আপনি আপনার মত চলুন। অনেকে তো দু চোখে দেখতেই পায়না। তাদের থেকে তো আপনি আলহামদুলিল্লাহ বলুন। আত্মহত্যার ভাবনা আসে কিভাবে। এর মানে তো হেরে যাওয়া। কাপুরুষ। জীবনের সাথে আপনি পারেননা তাই এমন করেন। ভাই, মেধা, বিচক্ষন আর ভালোবাসা দিয়েই বিশ্ব জয় হয়। দু চোখে একটু খানি দেখলেই চলে। আপনি স্বাভাবিক হন। সবার সাথে হেসে চলুন। অন্যসবার মত খেলাধুলা করুন। বন্ধু বানান। সব মনের ব্যাপার শেয়ার করুন। ব্যাস। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা রইল। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ