শেয়ার করুন বন্ধুর সাথে

গরল শব্দের অর্থঃ-

  • বিষ।
  • বিষাক্ত পদার্থ।
  • বিষাক্ত ক্ষত বা ঘা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলা ও ইংরেজি অভিধান থেকে জানতে পারি গরল এর অর্থঃ বিষ, ইংরেজিতে গরল এর প্রতিশব্দ Poison দেখানো হয়েছে। এর বিপরীত শব্দ অমৃত।


অনেকে সরল এর বিপরীত গরল মনে করে থাকে যার অর্থ দাঁড়ায় ভেজাল, কঠিন।


যেমনঃ তাকে যেমন সরল মনে কর, সে অত সরল না, তার মাঝে গরলে ভড়া।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • 'গরল' (Venom/Poison) শব্দের অর্থঃ
  1. বিষ বা সাপের বিষ।
  2. বিষাক্ত ক্ষত বা ঘা (আঞ্চলিক)৷
  3. স্বার্থে (সংস্কৃত)।
  4. বিদ্বেষ।
  5. হিংসা।
  6. তিক্ত।
  7. বিষাক্ত।
  8. বিদ্বিষ্ট।
  9. জহর।
  10. ক্ষতিকর প্রভাব।
  11. বিকৃত।
  12. দূষিত।
  13. বিষ প্রয়োগ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ