শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

ঠাম শব্দের বাংলা অর্থ ঠাম [ ṭhāma ] বি. ১. স্হান, ঠাঁই (‘রইল কোন ঠাম’: গো. দা); ২. নিকট (‘রাধার ঠাম’: চণ্ডী); ৩. গঠন, মূর্তি (বঙ্কিম ঠাম); ৪. রূপ, শ্রী (সুঠাম দেহ); ৫. ঢং, ধরন (‘চূড়ার টালনি বামে মউরচন্দ্রিকা ঠামে’: জ্ঞান)।;[সং. স্হান > হি. ঠাম]।;[ঠাম্‌] বিক ১ স্থান; ঠাঁই; জায়গা (স্থান বিবর্জিত মাত্র আছে সর্বঠাম রূপরেখা বহির্ভূত নিরমল নাম-সৈয়দ আলাওল)। ২ নিকট; সমীপ (রাধার ঠাম-চণ্ডীদাস)। ৩ আকার; মূর্তি (বঙ্কিম ঠাম)। ৪ রূপ। ৫ স্ত্রী; শোভা; সৌন্দর্য (সুঠাম দেহ)। ৭ ভঙ্গি; ভঙ্গিমা; ঢঙ; ধরন; রীতি (কালাচাঁদ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছেন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>ঠাম্‌};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ