শিখন নকশা (লার্নিং ডিজাইন ) যা ইন্সট্রাকশনাল সিস্টেম ডিজাইন ( আইএসডি ) নামে পরিচিত । এবং সম্প্রতি লার্নিং এক্সপেরিয়েন্স ডিজাইন ( এলএক্সডি ) হিসাবে ও পরিচিত।
লার্নিং ডিজাইন এমন এক কাঠামো যা শেখার অভিজ্ঞতা অর্জন এ সাহায্য করে। ধারাবাহিকভাবে ও নির্ভরযোগ্যভাবে ডিজিটাল বা শারীরিক পরিকল্পিতভাবে নক্সা যা শিক্ষার্থীদের বিকাশ ও এক্সপেরিয়েন্স অর্জন সাহায্য করবে । এবং জ্ঞান অর্জনের অনুপ্রেরণার দিকে শিক্ষার্থিদের নিয়ে যাবে।
অনেক শিক্ষামূলক ডিজাইনের মডেল রয়েছে তবে অনেকগুলি এডিআইইআই মডেলের উপর ভিত্তি করে শিখন নকশার পর্যায় ৫টি:
বিশ্লেষণ, নকশা, উন্নয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন ।
দিয়েছেন | উপহার | সংখ্যা | অর্থ |
---|---|---|---|
Ariful | চকলেট | 1 | 3 টাকা |
Ariful | চকলেট | 1 | 3 টাকা |
শিক্ষার্থীদের কিভাবে , কেমনভাবে এবং কোন পদ্ধতিতে পরাবে তার একটা পরিকল্পনার দরকার হয় । সহজ ভাষায় এই পরিকল্পনার নামই হলো শিখন নকশা।
অর্থাৎ প্রত্যাশিত কোন বিষয়ে শিখন সামর্থ্য অর্জনের জন্য যে সব কার্যাবালী সম্পদন করতে হয় তাই হল শিখন নকশা । শিক্ষার্থীদের সুন্দর এবং সুষ্ঠভাবে শিক্ষা প্রদান করতে এই শিখন নকশা খুবই জনপ্রিয় ।
শিক্ষার্থীর প্রত্যাশিত শিখুন সামর্থ্য অর্জনের জন্য যে সব কার্যাবলী সম্পাদন করে থাকে তার বিবৃতি হলো শিখন নকশা।