Sourav Ahmed

Sourav Ahmed

Sourav Ahmed

  • Male | |
প্রশ্ন-উত্তর সমূহ 5 বার দেখা হয়েছে | এই মাসে 5 বার
1 টি প্রশ্ন দেখা হয়েছে 5 বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 4 টি প্রিয়

Recent Q&A

বাসায় নিজে নিজে কি এম এম কিট (mm kit) ব্যাবহার করা যায়?

এমন কেউ আছেন? যে বাসায় বসে বসে নিজে নিজে এম এম কিট ব্যাবহার করে সফলতা পেয়েছেন? 0 likes | 27 views

মেয়েদের Ultrasonogram কি পুরুষ টেকনিশিয়ান করে? নাকি মহিলা টেকনিশয়ান করবে

যাত্রাবাড়ী এলাকায় আমার ওয়াইফের আলট্রাসনোগ্রাফ করবো।কোন ল্যাবে মহিলা টেকনিশিয়া আলট্রা করে।আমাকে জানাবেন প্লিজ 1 likes | 34 views

আমার স্ত্রীর সাথে আমার জুন মাসের ১০ তারিখে সেক্স হয়। তার মাসিকের ডেট (লাস্ট ডেট ২৩ মে) সেক্স এর পর Norix ২ টা ট্যাবলেট খাইয়েছি অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে। কিন্তু সেক্সের পর এখন অব্ধি তার মাসিক হয়নি। এর পুর্বে এতো দেরি হয়নি। প্রেগ্ন্যাসির টেস্ট রেজাল্ট ফোটোতে দিলাম। এখন করনীয় কি? আর গর্ভপাত এর জন্য কি রকম খরচ বা নিজেরা কোনো উপায়ে করা যাবে কি? প্লিজ জানাবেন?

আমার স্ত্রীর সাথে আমার জুন মাসের ১০ তারিখে সেক্স হয়। তার মাসিকের ডেট (লাস্ট ডেট ২৩ মে) সেক্স এর পর Norix ২ টা ট্যাবলেট খাইয়েছি অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে। কিন্তু সেক্সের পর এখন অব্ধি তার মাসিক হয়নি। এর পুর্বে এতো দেরি হয়নি। প্রেগ্ন্যাসির টেস্ট রেজাল্ট ফোটোতে দিলাম। এখন করনীয় কি? আর গর্ভপাত এর জন্য কি রকম খরচ বা নিজেরা কোনো উপায়ে করা যাবে কি? প্লিজ জানাবেন? 0 likes | 5 views

আমাকে ধীরে ধীরে (২মাসে) মৃত্যুর উপায় বা ওষুধ বা যাইহোক বলুন!?

আমি একজনকে পছন্দ করি,ব্যক্তিগত ভাবে আমি ধার্মিক ভাবে বাঁচার চেষ্টা করি,যদিও আমি জেনারেল পরিবারের ছোট ছেলে।

আমি যাকে পছন্দ করেছি সে মাদ্রাসায় পড়া এবং অত্যন্ত ধার্মিক পরিবারের মেয়ে।

সে কখনোই সম্পর্কে রাজি ছিল না,কিন্তু আমি বিয়ের প্রস্তাব দিয়ে শুরু করেছিলাম,এখনো সেই চাওয়াতেই তীব্রভাবে অটুট আছি।

সাম্প্রতিক তার বাড়িতে বিয়ে প্রবল চেষ্টা হচ্ছে,তার মাদ্রাসার কওমি লেভেলের ফাইনাল এক্সাম,যদিও সে আলিয়া তেও পড়ে যেটার ২ বছর বাকি।

তার ক্লাসমেট তথা তার সাথে পড়ুয়া অনেকেরই বিয়ে হয়েছে।

তার বড়ো বোনের বিষয় থেকে জানা যায় তার পরিবার পছন্দ করা শুনলে আরো দ্রুত অন্যদিকে বিয়ে দিয়ে দিবে।

আমি আমার পরিবারকে জানিয়েছি,আমার ভাবী ,ছোট আপু জানে।

কিন্তু তারা সহ আমিও আমার বাবাকে জানতে পারছি না,উল্টো আমার বোন বলে বাবাকে জানালে সে অনেক কষ্ট পাবে।আর মেনে নিবেই না।

মেয়ে ধার্মিক পরিবারের হওয়ায় পালানো তে রাজি নয়,আর এটা একটা মেয়ের দিকে অনেক কঠিন।

আমি বেচে থাকতে এটা মেনে নেওয়া যাবেই না।

যেই মেয়েকে আমি কখনো টাচ করিনি,হাত ধরিনি।

পাপ হবে বলে,যদিও আমরা বুঝেছি এটা হারাম।

তাও বাকি সব দিক থেকে নিজেদের সুন্দর ভাবে রেখেছি,কোনো বাজে শব্দ বা কিছুই ব্যাবহার করিনি কখনোই।

আমি বেচে থাকতে সে অন্যের অধিকারে পরিণত হতে পারে না।

আমি ৫০+ ঘুমের ওষুধ খাওয়া চিন্তা করেছি,কিন্তু পারছি না।আমার পরিবার তাকে দায়ী করবে।

আমি ধীরে ধীরে মৃত্যু বরণ করতে চাই।

আমাকে কিছু উপায় দিয়ে সহায়তা করুন,জানি এসব বিষয়ে সহায়তা করতে চাইবেন না।

কিন্তু প্লিজ,পায়ে ধরি,একটু আকার ইঙ্গিতে বুঝান!


0 likes | 143 views

প্রাথমিক পর্যায়ের ওষুধ?

আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব অসুস্থতার সমুখিন হই,সেসবের জন্য একদম বেসিক অর্থাৎ প্রাথমিক ভাবে প্রেসক্রিপশন ছাড়া যেসব ওষুধ ফার্মেসি ম্যান আমাদের দেয়,সেসব কিছু ওষুধের নাম বলুন,দয়াকরে।

সমস্যা সুমহ: জ্বর,ঠান্ডা,সর্দি,মাথা ব্যাথা,বমি,পেট ব্যাথা, দাত ব্যথা,চোখ ফুলে যাওয়া বা ব্যথা করা, মাযা ব্যথা,কেটে যাওয়া,খারাপ বা অসস্তি লাগা,ইত্যাদি সহ আমার মনে যেসব আসবে সব ধরনের সমস্যার প্রাথমিক ওষুধ জানতে চাচ্ছি!

0 likes | 1622 views