Minaruljnu2

Minaruljnu2

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Minaruljnu2

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 4.23k বার দেখা হয়েছে | এই মাসে 4.23k বার
8 টি প্রশ্ন দেখা হয়েছে 3.22k বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.01k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

পুরা শরীর ব্যাথা কেন?

গত ৩ মাস ধরে শরীর প্রচন্ড ব্যথা। চলাফেরা করতে ভালো লাগে না। একটু হাঁটা চলা করলেই ক্লান্ত হয়ে পড়ি।  ভিটামিন ডি লেভেলঃ ১৯.৬ ।    0 likes | 1773 views

ইন্ডিয়ান ঔষধ বাংলাদেশ থেকে কিভাবে কিনবো?

Rechamp Gold plus tablet  ও Xet cr 25 mg  দুইটা ঔষধ দরকার। বাংলাদেশ থেকে কিভাবে কিনবো? জানলে জানাবেন। #অগ্রিম_ধন্যবাদ।      0 likes | 1713 views

ফেসবুক ডিএক্টিভেট করলে কী মেসেন্জার ইউস করা যাবে?

0 likes | 2670 views

কোন রোগের লক্ষন?

বয়স ২১ উচ্চতা ৫.৬ ওজন ৫৬ ২ বছর ধরে সমস্যা। পূর্বের মতই সমস্যা আছে। তবে বর্তমানে সমস্যার মাত্রা বেড়ে গেছে। ১.সবসময় মাথা ব্যাথা ২.রাতে ঘুম হয়না। ৩.সব সময় চোখ বন্ধ করে শুয়ে থাকতে ভালো লাগে। ৪.সবসময় ক্লান্ত ৫.শুধু চিন্তা হয়(যে কোনো কিছু নিয়ে) ৬.খিদা লাগে, কিন্তু খাওয়ার ইচ্ছা নাই ৭.গলাই কফ জমে আছে। ৮.প্রায় সকালে ব্রাশ করার সময় বমি হয় ৯.চোখে অন্ধকার দেখি ১০.চোখ গরম হয়ে থাকে। ১১.বাথরুম ঠিক মতো হয়না। ১২.পশ্রাব বেশি হয় সাথে ফেনা হয় অনেক। ১৩.কোমর ব্যাথা করে সবসময়, ঠিক মতো হাঁঠতেও পারিনা ১৪.শরীর গরম থাকে সবসময় ১৫.মনোযোগ নাই কোনো কাজে ১৬.যৌনো ইচ্ছা একেবারেই নাই ১৭.স্বপ্ন দোষ হয় সপ্তাহে ৩/৪বার। হলে বিছানা থেকে উঠতে পারিনা। ১৮. একটু হাঁঠলেই অনেক ক্লান্ত ১৯.সবসময় শরীর কাঁপে। ২০.প্রশ্রাবে জ্বালা পোড়া করে। ২১.পুরো শরীর সবসময় ব্যথা করে। ২২.চলাফেরা করার শক্তি নাই একেবারেই সারাদিন শুয়ে থাকি। ২৩.শুয়ে থাকলেও ক্লান্ত ২৪. সবসময় রাগ লাগে বেশি ২৫.ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ করে ফেলি। ২৬.নিজের আপন মানুষদেরও দেখতে পারিনা ২৭.কোনো কাজ করতেই ভালো লাগে না। ২৮. আত্মহত্যা করতে মন চাই সবমসময়। ২৯.চর্মরোগ হয় মাঝে মাঝে ৩০.মুখে দুর্গন্ধ হয় বেশি ৩১.যা তাই বলে ফেলি(আপন মানুষগুলি অনেক কষ্ট পাই) ৩২.সবসময় সহজ কাজ কে বেছে নেই।            0 likes | 2921 views

বাঁচতে চাই, পরামর্শ দিন?

বয়সঃ ২১ ওজনঃ৫৬ উচ্চতাঃ৫.৭"

★২বছরের ইতিহাসঃঃ   
★হলে থাকি, খাবারের অনিয়ম হয়, প্রথম ঢাকাই এসেছিলাম তারপর.....(আগে অনেক স্বপ্নদোষ হতো,  ২৮দিন হয়নি)
হঠাৎ একদিন জ্বর হয়, শরীরে অনেক ক্লান্তি আসে ও চোখের নিচে দেখা যায় ক্লান্তির কালো ছাপ। ডাক্তার টাইফয়েড এর মেডিসিন দেয়,(কোনো ফল পেলাম না-জ্বর জ্বর ভাব থেকেই গেলো+ক্লান্তি+সবসময় ঝিমঝিম করে শরীর কাঁপুনি) 
-রক্ত পরিক্ষা করলাম - রিপোর্টঃঃ পিত্ত থলিতে ইনফেকশন।    ২মাস মেডিসিন খেলাম।(কোনো ফল পেলাম না-জ্বর জ্বর ভাব থেকেই গেলো+ক্লান্তি+সবসময় ঝিমঝিম করে শরীর কাঁপুনি )
-এই জ্বর এর জন্য অনেক কবিরাজ দেখালাম+গাছ-গাছড়া খেলাম + জ্বীন জাতীয় চিকিৎসা নিলাম কিন্তু কাজ হলো না।   
-আবার অনেক অসুস্থ হয়ে পড়লাম
ব্লাড টেস্ট করালাম- ডাক্তার বললেন, জন্ডিস(চিন্তা নাই ১৫দিনেই ঠিক হয়ে যাবে। জ্বরও থাকবে না।)
কিন্তু হলো না। 
-অতঃপর, এই জ্বর, ক্লান্ত শরীর, নিয়েই জীবন চলছে নিজের মতো।
কিছুই ভালো লাগে না। 
-এভাবে চলতে চলতে আবার অনেক অসুস্থ হয়ে পড়লাম। ব্লাড টেস্ট করালাম।
আবার জন্ডিস। ১৫দিন রেস্ট সহ অল্প পরিমাণ মেডিসিন দিলেন ডাক্তার।
২মাস কেটে গেলো। কোনো ফল পেলাম না।
আগের মতোই জ্বর, শরীর অনেক দুর্বল, অল্পতেই ক্লান্ত।
-কি আর করার এসব নিয়েই ১.৩ বছর পার করে ফেললাম।
-এরপর পিজি তে ব্লাড টেস্ট করালাম। 
১.হেপাটাইটিস বি(রিপোর্টঃঃ সমস্যা নাই)
২.লিভারে সামান্য পরিমান ক্ষত।
এতোটুকুতে কোনো সমস্যা হয়না। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে_[নাম না বলা কোন এক ডাক্তার বলেছেন।]
-কিন্তু ঠিক আগের মতোই সমস্যা আছে সব।
-রিসেন্ট আবার ব্লাড টেস্ট করালাম ও এ্যান্ডোস্কপি    , রিপোর্টঃঃ পেটে আলসার ও প্রচুর গ্যাস। মেডিসিন ১৫দিন খেলাম কোনো কাজ হলো না।
★বর্তমান অবস্থাঃ 
 
জ্বর,  শরীর অনেক দুর্বল ও ব্যাথা। খাওয়ার ইচ্ছা নেই তেমন, পেটে গ্যাস, পেটে লিভারের জায়গায় শিরশির করে, কোনো কাজ না করলেও অনেক ক্লান্ত হয়ে যায়, বাথরুম ঠিক মতো হয়না, খাবার খাওয়ার সময় বমি বমি ভাব হয়
★বি.দ্রঃঃ বর্তমান সমস্যা আর ২বছর আগের সমস্যা একই। এতোকিছু করার পরেও এই সমস্যার সমাধান পাইনি।
★★প্রথম(২বছর) থেকেই আমার মেইন সমস্যাঃ
১.সবসময় জ্বর জ্বর ভাব। 
২.পেট ফাপা,গ্যাস,পেট ব্যাথা
৩.শরীর ব্যাথা,
৪.এক্টুতেই অনেক ক্লান্ত।
৫.সবসময় শরীর কাঁপুনি (হাল্কা)
৬.চোখের নিচে ক্লান্তির কালো ছাপ
৭.খাওয়াতে একদম অরুচি। বাথরুম ঠিক মতো না হওয়া
৮.শরীর ঠান্ডা হয়ে থাকে কিন্তু ভেতরে জ্বর
৯.মাঝে মাঝে শরীর ঘেমে ঠান্ডা হয়
১০.স্বপ্ন-দোষ হলে ৩/৪দিন বেশি ক্লান্ত হই। একদম নড়াচড়া করতেও ইচ্ছা হয়না।
★কি করবো এখন তা নিজেও জানিনা ।একদম বিরক্ত নিজের উপরে।
পড়াশোনা/আদার্স কোনো কাজেই মন নেই। শুধু দুর্বলতা। সারাদিন শুয়ে থাকলেও ক্লান্ত থাকি।★
#ধন্যবাদ
0 likes | 1793 views

পেটের কোন কোন রোগের জন্য লিভারে ক্ষত হয় (হেপাটাইটিস ছাড়া)?

0 likes | 2863 views