KaziAhsanrand1

KaziAhsanrand1

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

KaziAhsanrand1

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 22.32k বার দেখা হয়েছে | এই মাসে 22.32k বার
19 টি প্রশ্ন দেখা হয়েছে 15.82k বার
5 টি উত্তর দেখা হয়েছে 6.50k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

ফোনা প্লাস দেওয়ার ফলে মুখের যে কালো ভাব হয়েছে এটা কি এমনিতেই চলে যাবে নাকি কিছু ব্যবহার করতে হবে?

দয়া করে জানাবে। আর কিছু ব্যবহার করতে হলে প্রাকৃতিক কিছু বলেন।এটার পার্শপতিক্রিয়া হচ্ছে ত্বকের উপরের স্তর উঠে যাবে।আমার মুখের গুড়িগুড়ি চামড়া উঠছে আর খসখস করছে।এটা কি এমনিতেই ভালো হবে নাকি কিছু ব্যবহার করতে হবে।।প্রাকৃতিক কিছু সাজেস্ট করবেন। 0 likes | 2899 views

পূনরায় পরীক্ষা দিলে, GPA পরিবর্তন হতে পারে কি?

কোন ছাত্র যদি কোন  ১ বিষয় ফেল করে,আবার পরের বছর পাশ করে। ১ম বারে পাশ করলে যদি ঐ বিষয়ে A  গ্রেট পেত  তাহলে তার GPA-৪.৫৬ আসত। পরের বছর যদি ঐ বিষয় A গ্রেট পায় তাহলে কি তার রেজাল্ট কি Gpa -৪.৫৬ আসবে নাকি কম আসবে????  0 likes | 2937 views

কাঁঠাল ফাটে যাওয়ার কারন কি?

আমাদের তিন টা নতুন কাঁঠাল গাছে ফলন দেওয়া সুরু করেছে। দুইটা গাছ এবছর থেকে আর একটা আরো এক বছর আগে থেকে থেকে শরু করেছে। মাশআল্লাহ মোটামুটি বড় ছাইজের দেখতেও সুন্দর।তিন টা তিন ধরনের ফল । তবে সমস্যা একটা সব গাছের কাঁঠাল ফেটে যায় বড় হয়ে ।বুঝা যায় আকার আকৃতি দেখে পাকার সময় হয়েছে কিন্তু পাকে না । ফাটা জায়গা দিয়ে পচতে শুরু করে পচে যায়। খাওয়ার জোগ্য থাকে না। অল্প কিছু খাওয়ার মতো থাকে অনেক মিষ্টি মজা রসালো তিনটারস্বাধ তিন রকমের। ফাটা দুর করার জন্য কোন উপায় আছে যাতে কাঁঠাল গুলো ভালো  থাকে নষ্ট না হয়। কি করা যায় এর জন্য সবাই একটু জানান জানা থাকলে। 0 likes | 2879 views

পুরনো এপ গুলো পাবো কোথায়?

গুগলে প্রতিনিয়তই এপ আপডেট হচ্ছে। সাইজও বড় হচ্ছে। এমতাবস্থায় পুরনো এপ পাব কিভাবে? 0 likes | 2939 views

ফরেক্স শিখতে কত দিন লাগে?

0 likes | 2499 views

দুই-এক দিন পরপর হওয়া সর্দির সমস্যা কীভাবে দুর করবো?

আমি যদি কোনোদিন সামান্য ঠান্ডা জাতীয় পানীয় খাই তাহলেই আমার সর্দি দেখা দেয়। পুকুরেও গোসল করতে গেলে সামান্য সাতার কাটলেই সর্দি হয়। ডাক্টার এর কাছে গেলে শুধু হিসটাসিন অথবা এলাট্রল দেয়। আর কিছুই না। প্রচন্ড গরমে তো ঠান্ডা জাতীয় পানীয় খাওয়া লাগে। আবার মাঝেমধ্যে পুকুরে সাতার না কাটলেও ভালো লাগে না। এমতাবস্তায় আমি কী করতে পারি? 0 likes | 2998 views

দরকারি?

HSC কলেজে ভর্তির বি এম বিভাগ কি??  0 likes | 2794 views

জানতে হবে?

একটা ছাত্র এস এস সি পাশ করল বিজ্ঞান বিভাগ থেকে। এবং HSC পাশ করল মানবিক বিভাগ থেকে।এখন সে অনার্স করবে সে কি গনিতের উপর অনার্স করতে পারবে। 


SSC & HSC মোট GPA  কত লাগবে ভালো ভার্সিটি তে পড়তে ??

0 likes | 2474 views

দয়াকরে?

আমার একটা প্রশ্ন কোন একজন ছাত্র ২০১৮ তে SSC EXAM দিছে তার রেজাল্ট ১ বিষয় ফেল আসছে। এখন সে ২০১৯ সালে ঐ বিষয় exam দিয়ে পাশ করল। ২০১৮ সালে যে পরিক্ষা দিছে ঐ পরিক্ষার ২ টি বিষয় বোর্ড চালেন্জ করতে চায় কারন সে ঐ বিষয়ে দুটিতে ৭৯ করে মার্কস পায়। ২০১৮ সালের exam 2019 সালে বোর্ড চ্যালেন্চ করতে পারবে। একটু জানাবেন সবাই pls.. 0 likes | 2956 views

আমার তক্ব তৈলাক্ত তাই আমার মুখে ব্রণ বেশি হয়। আমি শুনেছিলাম যে স্কয়ার কোম্পানির Clean face gel নামক জেলটি আমার জন্য নাকি ব্যবহার করা যাবে। তো আমার প্রশ্ন হলো সত্যি কি ব্বহার করা যাবে, এটার দাম কত, ব্বহার করার নিয়ম বলবেন। যদি এর থেকে ভালো কোনো ডাক্তারি ক্রিম আমার জন্যে থাকে তাও বলবেন। সাথে দাম, ব্যবহার করার নিয়ম ইত্যাদি। ধন্যবাদ?

আমার তক্ব তৈলাক্ত তাই আমার মুখে ব্রণ বেশি হয়। আমি শুনেছিলাম যে স্কয়ার কোম্পানির Clean face gel নামক জেলটি আমার জন্য নাকি ব্যবহার করা যাবে। তো আমার প্রশ্ন হলো সত্যি কি ব্বহার করা যাবে, এটার দাম কত, ব্বহার করার নিয়ম বলবেন। যদি এর থেকে ভালো কোনো ডাক্তারি ক্রিম আমার জন্যে থাকে তাও বলবেন। সাথে দাম, ব্যবহার করার নিয়ম ইত্যাদি। ধন্যবাদ। 0 likes | 7934 views