আমার নাকের উপর ছোট ছোট বিচি বর নাকের পাশে চোখের নিচেও আছে এগুলো টিপলে চালের মত দানা আর সাদা কি বের হয়।এটা কেন হয় এবং প্রতিকার কি?
আমার এলার্জি আছে পরিমাণে কম কিন্তু মুখে চামড়া উঠে নাকের উপরের উঠে সাদা চামড়া উঠে ফেঁটে যায় লাল হয়ে যায়।মাচরাইচার করতাছি তারপর উঠে।এজন্য আমি কি করতে পারি কি করলে এ থেকে মুক্তি পাব?