Atik453

Atik453

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

Atik453

  • Male | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 869 বার দেখা হয়েছে | এই মাসে 869 বার
6 টি প্রশ্ন দেখা হয়েছে 307 বার
11 টি উত্তর দেখা হয়েছে 562 বার
1 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

গ্যাস্ট্রক সমস্যা দূর করবেন কিভাবে

 গ্যাস্ট্রিক সমস্যা,যাকে ইংরেজীতে এসিডিটি প্রবলেম বা এসিড রিফ্লাক্স বলে,এই সমস্যায় ভুগে নাই এমন খুব কম সংখ্যক মানুষই আছে।আর আমরা ওষুধ খেতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে, ওষুধ ছাড়া আমাদের একদিনও চলে না।অথচ গ্যাস্ট্রিক সমস্যা সমাধানের জন্য সহজ কিছু নিয়ম কানুন রয়েছে যা মেনে চললে আমরা সহজেই এর থেকে পরিত্রান পেতে পারি এবং গ্যাস্ট্রকের ওষুধ খাওয়ায় যে সাইড ইফেক্ট রয়েছে তা এড়িয়ে চলতে পারি।


 হ্যা,প্রিয় বন্ধুরা আজকে গ্যাস্ট্রিক সমস্যা সমাধানের জন্য ন্যাচারাল কিছু সমাধান নিয়ে হাজির হয়েছি।

 ১)প্রচুর পানি পান করুন 

আমাদের পাকস্থালীতে হাইড্রোক্লোরিক নামক এক প্রকার এসিড উৎপন্ন হয় যা মূলত এসিডিটি প্রবলেম বা গ্যাস্ট্রিকের জন্য দায়ী।আমরা যদি প্রচুর পরিমাণে পানি পান করি তবে তা এসিডের ঘনমাত্রাকে কমিয়ে দিবে। আপনার যদি এখনি গ্যাস্ট্রিকের ব্যাথা থাকে তবে এক গ্লাস পানি পান করুন,দেখবেন ব্যাথা অনেকাংশে কমে গেছে।

 

২)মাছ-মাংস কম খাওয়া

 বিভিন্ন প্রোটিনজাতীয় খাবার যেমন,মাছ মাংস প্রচুর পরিমানে এসিডিটি সমস্যা সৃষ্টি করে।তাই এসব খাওয়া কমাতে হবে।বিশেষ করে ভাজা -পোড়া খাবার থেকে তো একেবারেই দূরে থাকতে হবে। 


৩)শাক সবজি খাওয়ার পরিমান বাড়িয়ে দেয়া

 এসিডিটি প্রবলেম কমাতে সবুজ শাক সবজি খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।তাই নিয়মতি শাক সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

 ৪)একত্রে বেশি খাবার না খাওয়া 

আমরা যদি একত্রে বেশি পরিমাণে খাবার খাই তবে তা পাকস্থলীতে প্রচুর পরিমানে এসিড উৎপন্ন করে।তাই অল্প অল্প করে নির্দিষ্ট সময় পরপর খাওয়া।

 ৫)অ্যালকোহল, কোমল পানীয় বর্জন করা 

অ্যালকোহল সহ বিভিন্ন কার্বোনেটেড বিভারেজ শরীরে এসিডটি সমস্যাকে বাড়িয়ে দেয়।তাই এগুলো পুরোপুরি বর্জন করতে হবে। 

এসিডিটি কমাতে সাহায্য করে এমন কিছু খাবার

 আদা 

আদার রয়েছে হজমকারী এবং এন্টি ইনফিলামেটরি গুনাগুন।ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে আদা সবচেয়ে বেশি কার্যকরী।আদার রস বের করে পানির সাথে খেতে পারেন। 


কলা

 কলা হলো উচ্চ ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ ফল।এটা পরিপাকতন্ত্রকে সতেজ রাখে গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে সাহায্য করে। 

তুলসী পাতা

 গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে তুলসী পাতা খাওয়া যেতে পারে।এটা পাকস্থলীতে মিউকাস উৎপন্ন করে এবং পাকস্থালীকে এসিড থেকে সুরক্ষিত করে।

 ডাবের পানি 

প্রতিদিন দুই গ্লাস করে ডাবের পানি পান করুন।এটাও এসিডিটি কমাতে সহায়তা করে।

 পুদিনা পাতা 

পুদিনা পাতা হলো ন্যাচারাল কুলিং এজেন্ট এবং হজমকারী।এটাও আপনাকে গ্যাস্ট্রিক সমস্যা থেকে পরিত্রানে সাহায্য করবে। 

তরমুজের রস 

এটাও বেশ উপকারী পাকস্থালীর জন্য। 

তাই বন্ধুরা কেবল ওষুধের উপর নির্ভরশীল না থেকে উপরে উল্লেখিত নিয়ম গুলো মেনে চলুন।ইনশাআল্লাহ আপনি গ্যাস্ট্রিকজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন।আর যদি আলসার পর্যায়ে সমস্যা হয়, তবে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিন।। 


লেখাটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে।

2 likes | 1698 views

কেলভিন স্কেলে বরফ বিন্দু কোনটি?

0 likes | 1739 views

ইউটিউবার হতে চাই কি কি করব প্লিজ হেল্প?

আমি একজন ইউটিউবার হতে চাই। আমাকে কি করতে হবে। কি কি এপস ব্যাবহার করব।কিভাবে এডিট  করব। ভিডিও  সাজাবো কি করে। অন্য ভিডিও তার মাঝে কিভাবে নিয়ে আসব। কপি করা ভিডিও দেওয়া যাবে কি না। মানে ধরুন মারজাভান ছবি ইউটিউবে নাই আমি যদি মারজাভান ছবি কোনো একটি  থেকে মেনেজ করে দিলাম  তাহলে কি কপি রাইট হবে। 



মানে আমি ইউটিউবের  কাজের খুটি নাটি জানতে চাই।


0 likes | 1731 views

বিয়ে নিয়ে কয়েকটি প্রশ্ন বিস্তারিত আছে এক ভাই সমস্যায় আছে?

আমার বয়স ২২+ আমি একটা কর্মে আছি যেটাতে মোটামুটি দিনকাল যাচ্ছে অবস্য যদি বিয়ে করি স্ত্রীর খরচ চালানো সমস্যা হবে না 

এখন প্রশ্ন হলো এখন কি আমার বিয়ে ফরজ হয়েছে??? 

আবার আমার বয়স যখন ১৫+ তখন ভুল বসত হস্তপমৈথুন করা শিখেছিলাম এবং অনেক বছর প্রায় ৬ বছরের বেশী ধরে এখন যদি বিয়ের পর স্ত্রীর চাহিদা পুরন করতে না পারি তাহলে তো বিয়ে হারাম হবে এখন কি করা উচীৎ বুঝতেছি না 

এখন যদি অন্য মেয়ের সাথে সেক্স করে পরিক্ষা করতে চাই তাহলে কি জিনা হবে?  এখন কি করা উচিৎ??? 

0 likes | 1824 views

H2O উভধর্মী যৌগ ব্যাখ্যা দিন?

0 likes | 2761 views

কোন কোন বইগুলো আমাকে আরবি(কুরআন বুঝার জন্য) সবচেয়ে বেশি সাহায্য করতে পারে?

0 likes | 1697 views