shawonashraf

shawonashraf

shawonashraf

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 14.94k বার দেখা হয়েছে | এই মাসে 14.94k বার
15 টি প্রশ্ন দেখা হয়েছে 12.58k বার
2 টি উত্তর দেখা হয়েছে 2.36k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 2 টি প্রিয়

Recent Q&A

১০০০০ টাকার মাঝে সব থেকে কি কি মডেল ভাল পাওয়া যাবে এখন?

0 likes | 3092 views

আমি কি করবো এখন?

১০ মাস আগে আমি না বুঝে একটা পাপ করে ফেলেছিলাম। 

প্রটেকশন ইউস করছিলাম। মেয়েটা Sex Worker ছিলো


। 


১০ মাস আমি টেনশন ফ্রি ছিলাম।  এইডস সম্পর্কে জানতাম না। 

১০ মাস পর এইডস ভয় প্রবেশ করলো। কারন আমি একটা টিভি প্রোগ্রাম দেখলাম এইডস নিয়ে। 

এই ১০ মাসে আমি কোন ধরনের সেক্স করিনাই। ইঞ্জেকশন নেই নাই। রক্ত দেই নাই। রক্ত নেই নাই। 


আমি গত মার্চ মাসের ২৫ তারিখ ব্লাড টেস্ট করাই। 


আমি শুনেছি ইনফেক্টেড হওয়ার ৩ মাস পর টেস্ট করলে ধরা পরে। 

সেই যায়গায় আমি ১০ মাস পর করিয়েছি। 


HIV টেস্টের কিছু শর্ত আছে। 

যেমন :

ইনফেক্টেড হওয়ার ১/৪ সপ্তাহের মাঝে লক্ষণ দেখা যাবে।

৪ - ৬ সপ্তাহের মাঝে ব্লাড টেস্ট করালে ৯৫% ধরা পরে তবে সেইটা Hiv1/2 ab/ag টেস্ট হতে হবে। 


আর ফাইনাল রিজাল্ট পাওয়া যাবে ৩ মাস পর যে কোন টেস্ট করলে তবে যাদের এই প্রব্লেম গুলো আছে তাদের জন্য ৬ মাস পর ব্লাড টেস্ট নির্ধারণ করে দিছে WHO and CDC।  

প্রব্লেম গুলো হলো।


(1) if the individual is receiving chemotherapy, 

(2) if the individual is on medication for Hepatitis C (please note: it is the medication that extends the window period, not the condition itself),

(3) if the individual is on, or has taken, post-exposure prophylaxis (PEP), 

(4) if the individual has an immunodeficiency disorder (please note: these are generally diagnosed in infancy; autoimmune disorders do not affect the window period).

 

Reference: WHO


আমার মাঝে ১/২/৩/ নাই তবে ৪ নাম্বার পয়েন্ট এর প্রব্লেম গুলো আছে কিনা জানি না।  


এইটাই আমার ভয়। আমার প্রথম ভয়। :( 


যাই হোক, আমি ব্লাড টেস্ট করিয়েছি। ভয় দূর করতে।


টেস্ট রিজাল্ট

25/3/07(HIV 1/2) ICT= Negative


29/3/07(HIV 1/2)(Elisa)= 

Negative


19/4/07(HIV 1/2)(Rapid Test)=

Negative


29/4/07 (HIV 1/2)

(Ag & Ab) - Negative


আমি নিশিত হলাম যে আমার মাঝে নাই এইডস কারণ আমি ১০ মাস পর টেস্ট করিয়েছিলাম।

নির্ধারিত টাইম থেকে অনেক বেশি। 

কিছু দিন যেতে না যেতেই আমার মাঝে আবার সন্দেহ শুরু হলো।


এর পর আর এক নতুন কাহিনী শুরু হলো।  


২য় ভয় প্রবেশ করলো এইভাবে,,,

আমি যে এতগুলো ব্লাড টেস্ট করলাম তখন যদি আমার মাঝে এই ভাইরাস প্রবেশ করে?  

আমি তো ভালো করে খেয়াল করি নাই যে ওদের সুই সিরিঞ্জ ভালো ছিলো কিনা :( 


২৫ মার্চ থেকে ২৮ এপ্রিল প্রায় ৩২ দিন আমি অপেক্ষা করলাম তারপর ঢাকা স্কোয়ার হাসপাতালে গিয়ে টেস্ট করালাম। 

নেগেটিভ এসেছে। 

আমি জানি ১ মাসে ৯৫% ধরা পরে। 

তার মানে ভয় ঠিকি রয়ে গেলো ভিতরে। 


এর মাঝে ৩ নাম্বার ভয় প্রবেশ করলো আমার মাঝে। 


আমি ২৭ এপ্রিল ২০১৭ ঢাকা যাওয়ার আগে সেলুনে গিয়ে চুল কেটেছিলাম তখন আমার ঘাড়ের কাছে কিছুটা জায়গা কেটে যায়। আমি নাপিতকে জিজ্ঞাস করলাম ব্লেড নতুন কিনা। নাপিত বল্লো নিউ ব্লেড তবুও আমি অকে ট্রাস্ট করতে পারছিনা :( আর আমি নিজেও খেয়াল করিনাই। 


আমি এখন অপেক্ষা করছি ৩ মাস পর,,,  আগস্ট ১২ তারিখ টেস্ট করবো। 

কিন্তু আমি এখনো জানিনা, আমার immunodeficiency disorder আছে কিনা। 


যদি থাকে তাইলে ৬ মাস অপেক্ষা করতে হবে। 

আর আমার রোগ বলতে চর্ম রোগ আছে। Ring worm

গেস্ট্রিকে প্রব্লেম আছে।

ছোট থেকেই কম দেখি। চশমা ব্যাবহার করি। 

এইসব কি immunodeficiency disorder ?  

আমি জানি না। 


আমি খুব বেশি টেনশনে আছি। প্রতিটা মিনিট এক মাস মনে হচ্ছে। রাতে ভয়ে ঘুম হয় না।  খাওয়া দাওয়া করতে পারিনা।


আমি এখন কি করবো?


আমি জানি এক্টাই উপায় ৬ মাস পর  ব্লাড টেস্ট করা। 


আমি ৬ মাস অপেক্ষা কিভাবে করবো?

খুব বেশি টেনশন এ আছি :(

 



0 likes | 2853 views

আমার রোগপ্রতিরোধব্যবস্থা?

আমার রোগপ্রতিরোধ ক্ষমতা কেমন, কিভাবে জানবো?  

কোন টেস্ট করতে হবে? 

0 likes | 1699 views

AIDS রক্ত পরীক্ষা?

কত দিন পর রক্ত পরীক্ষা করলে এইডস/Aids হয়েছে কিনা বুঝা যায়?
আমি ১৫ দিন আগে সেলুনে মেশিন দিয়ে দাড়ি ছোট করেছিলাম। আমি খেয়াল করে দেখলাম ওরা অনেককেই সেইম মেশিন দিয়ে দাড়ি কেটে দিচ্ছে। মেশিনের ব্লেড পরিবর্তন করে না। 
দাড়ি কাটার সময় আমার গাল কেটে যায় নাই। কিন্তু ভয় ঢুকেছে। 
এইভাবে কি এইডস ছড়ায়। 
0 likes | 2612 views

কারো শরীরে এইচ আই ভি ভাইরাস প্রবেশ করেছে কিনা তা তিনমাস পররকত পরীক্ষা করলে কি নিশ্চিত জানাযাবে?

0 likes | 3031 views

হাতের বাহুতে ব্যাথা?

হাতের বাহুতে ব্যাথা আর পিঠে ব্যাথা করছে আজ সকাল থেকেই। হালকা জর জর ভাব।  গা গরম।


কেনো এমন হচ্ছে?  

ছবিতে লাল ক্রস দিয়ে দেখিয়ে দিয়েছি কোথায় ব্যাথা করছে। image

0 likes | 2563 views

এইডস সম্পর্কে কিছু তথ্য জানতে চাই?

imageমাঝেমাঝে বগলের মাঝে ( একটু নিচে অথবা সাইডে) হালকা চিনচিন ব্যাথা করে। কিছু সময় অথবা ঘন্টা ব্যাথা করে আবার ভালো হয়ে যায়। আমি ছবিতে লাল দাগ দিয়ে দেখিয়ে দিলাম কোথায় ব্যাথা করে। প্রচন্ড ব্যাথা না।  জাস্ট হালকা, চাপ দিলে ব্যাথা বুঝা যায়।


আর আজ সন্ধ্যা থেকে পায়ের উরুর একটু নিচে জয়েন্টের উলটা পাশে ব্যাথা করছে। এর আগে কখনো করে নাই। 

আমি আজ বিকালে ১ ঘন্টা বসে বসে খেলা দেখছিলাম। 

আমি ছবিতে দেখিয়ে দিলাম। 


২ টা স্পটের ছবি দিলাম।


এইসবের সাথে এইডসের লক্ষণ এর সম্পর্ক নাই তো আবার?

0 likes | 2921 views