মোটরসাইকেলের ডকুমেন্ট এ নাম পরিবর্তন করতে হলে কি কি লাগে ? খরচ কত পড়বে ?? কিভাবে করতে হয় ??
শেয়ার করুন বন্ধুর সাথে
মালিকানা বদলির জন্য প্রয়োজনীয় কাগজ সমূহঃ
১। T.O ফর্ম
২। T.T.O ফর্ম
৩। ব্যাংক জমা স্লিপ
৪। Owner particular & specimen signature form with ৩ কপি স্ট্যাম্প সাইজ ছবি
৫। ব্লু বুকের ওরিজিনাল কপি
৬। ক্রেতার ভোটার আইডির ফটোকপি/ জন্ম সনদ
৭। বিক্রেতার ভোটার আইডির ফটোকপি/ জন্ম সনদ ৮। সবশেষে ক্রেতা, বিক্রেতার হলফ নামা/ক্রয় বিক্রয়ের চুক্তিনামা (৩০০ টাকার স্ট্যাম্পে, নোটারি করা) (ক্রেতা, বিক্রেতার ছবি লাগবে) (বিআরটিএ এর বাইরে সব করা যায়)

যদি আপনার ডিজিটাল নং প্লেট করা থাকে তাহলে ৩৬৬৫/- টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে সকল কাগজ বিআরটিএ অফিসে জমা দিতে হবে। পুরোনো মালিকের স্বাক্ষরে গড়মিল থাকলে মালিককে উপস্থিত থাকতে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ