sin, cos, tan,  cot, sec, cosec এগুলোর ৯০ ডিগ্রী পর্যন্ত মান দেয়া থাকে কিন্তু এর উপরের মান যেমন ১২০,২৪০,৩০০ ডিগ্রি এগুলার মান কিভাবে বের করব? 
Share with your friends

)প্রথমে কোণটি কে 90 ডিগ্রী এর গুণিতক রুপে সাজান। যেমন-

Sin 2370

=sin (90*26+30)

2) এরপর গুনিতকটি যুগ্ম হলে Sin/Cos/Tan ই থাকবে আর অযুগ্ম হলে পূরকে Convert হবে।

যেহেতু এখানে যুগ্ম তাই,

=sin 30

3) All-Sin-Tan-Cos এই সূত্রানুসারে কোণটি কোন পাদে সেটা যাচাই করুন এবং কোণের চিহ্ন নির্ণয় করুন।

এখানে কোণটি ৩য় পাদে অবস্থিত। সুতরাং Sin এর মান মাইনাস। 

= -0.5

*****বিশদে জানতে উচ্চ মাধ্যমিক স্তরের গনিত পাঠ্যপুস্তক অনুসরন করুন

Talk Doctor Online in Bissoy App
BrotoSarkar

Call

আপনি ক্যালকুলেটরে কোন ঝামেলা ছাড়াই এগুলোর মান বের করতে পারবেন

Talk Doctor Online in Bissoy App