আমার data চালু থাকলে mb শেস হলে টাকা কাটে। এটা off করবো কিভাবে?
Share with your friends
NeellSadik

Call

আপনি যদি Android ব্যবহারকারি হন তাহলে Play Store থেকে Data Lock নামে একটা Software আছে সেটা Install করে নেওয়ার পর 5% MB হাতে রেখে limitation set করুন। অর্থাৎ, ধরুন আপনার মোবাইল balance এ আছে 100MB তাহলে আপনি limit দিবেন 95MB বা আরও একটু বেশি। ব্যস, হয়ে গেলো! এখুনি কাজে লেগে পড়ুন...

Talk Doctor Online in Bissoy App
pkRasel

Call

অাপনি প্রথমে সেটিং যান,
তারপর Data user যান,
অাপনি অাজকে কতো MB ইউস করবেন,
লিমিট সেট করে নিতে পারেন।

অার যদি অাপার অতিরিক্ত data কাটে তাহলে,
data user দেখবেন   অনেক গুলা  এ্যাপ সো করতেছে,
অাপনি সব এ্যাপ এর background data off  করে দিন, ব্যাস। 

Talk Doctor Online in Bissoy App

আপনার ফোনের setting এ যান তারপর data usage এ গিয়ে দেখতে পাবেন আপনি মোট কতটুকু ডাটা ব্যবহার করেছেন.. তারপর আপনি নিজের ইচ্ছা মত data usage limit এ আপনি কতটুকু MB ব্যবহার করবেন তার পরিমাপ দেন| যেমন: আপনার ফোনে 100 MB আছে আপনি Data limit এ দিলেন 98 MB তাহলে 98 MB ব্যবহার করার পর আপনার Data conection আপনাকে একটা notification দেখাবে date limit over এই রকম| তাহল ডাটা শেষ হলে আপনি বুঝতে পারবেন আর আপনার সিম আর টাকা কাটতে পারবে না|

Talk Doctor Online in Bissoy App