Call

ব্যাপারটা গোল্ডেন এর না। সরকার থেকে নির্দিষ্ট সংখ্যক লোককে বৃত্তি দেয়া হয়। এটা পুরো দেশের রেজাল্টের ওপর ভিত্তি করে হয়। যদি দেশের রেজাল্ট বেশি গোল্ডেন থাকে তাহলে গোল্ডেন পেয়েও টাকা মানে বৃত্তি পেতে পারে।

Talk Doctor Online in Bissoy App

ভাই শুধু গোল্ডেন পেলেই হবে না।

নাম্বার লাগবে। যেমন ধরুন, ঢাকায় গোল্ডেন

পেয়েছে ১৫০০ জন।তারা সবাবাই ৮০+

নাম্বার পেয়েছ। কিন্তু এই ১৫০০এর

মধ্যেই ধরুন স্কোরিং করা হবে  ৫০জন।

তাহলে সর্বোচ্চ ৫০ জন নাম্বারধারী

বৃত্তি পাবে। গোল্ডেন ১৫০০জন

পাওয়া সত্বেও বৃত্তি পেলো মাত্র ৫০ জন!

এভাবেই বৃত্তি দেয়া হয়

Talk Doctor Online in Bissoy App
Call

বৃত্তি পাইলে টাকা দিবে।।। আর ডাচ বাংলা কিংবা অন্য কোন প্রতিষ্টান যেগুলো উপবৃত্তি দেয় সেগুলোতে আবেদন করলে কিছু হইতে পারে কিন্তু সরকার গোল্ডন এ+ এর জন্য কোন টাকা দিবেনা।

Talk Doctor Online in Bissoy App