Call

http://nidw.gov.bd এই ঠিকানা থেকে আপনার আইডি কার্ড নাম্বার বের করতে পারবেন। আপনার ফরম নাম্বার এন্ড জন্ম তারিখ লাগবে । ওয়েব সাইটে যাওয়ার পর ভোটার তথ্য লিখা আছে সেখানে যেয়ে ভোটার ফরম নাম্বার এন্ড জন্ম তারিখ এন্ড ক্যাপচা পুরন করে ভোটার আইডি নাম্বার বের করতে পারবেন । না পারলে আপনি ইউনিয়ন পরিষদ এ যোগাযোগ করুন। অথবা নির্বচন অফিসে যোগাযোগ করুন

Talk Doctor Online in Bissoy App

অনলাইন থেকে NID নাম্বার এবং বিশদ বিবরন সংগ্রহ করা যায়। এর জন্য আপনাদের দরকার হবে শুধু মাত্র একটি ভোটার স্লিপ,যেটি ভোটার নিবন্ধন করার পর সবাইকেই দেওয়া হয়েছে। তো শুরু করা যাক,প্রথমে এই লিঙ্কে যান https://services.nidw.gov.bd/ ,তাহলে একটি পেজ আসবে। তারপর প্রথম লিঙ্কে ক্লিক করে " ভোটার তথ্য" এতে ক্লিক করবেন,তাতে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে, সেখানে আপনি প্রথমে আপনার ভোটার স্লিপ নাম্বারটি দিবেন।তারপর জন্মতারিখ দিবেন ঠিক যেটি আপনি জন্ম সনদ এবং ভোটার নিবন্ধনে ব্যাবহার করেছেন।সেখানে আপনি প্রথমে আপনার ভোটার স্লিপ নাম্বারটি দিবেন।তারপর জন্মতারিখ দিবেন ঠিক যেটি আপনি জন্ম সনদ এবং ভোটার নিবন্ধনে ব্যাবহার করেছেন।তারপর একটি ক্যাপচা থাকবে,সেটি কোন স্পেস ব্যাবহার করা ছাড়া পূরণ করবেন।তারপর "ভোটার তথ্য দেখুন" এ ক্লিক করবেন। স্লিপ নাম্বার,জন্ম তারিখ,ক্যাপচা ঠিকঠাক হলে আপনি আপনার কাঙ্খিত জাতীয় পরিচয় পত্রের নাম্বার বা NID no পেয়ে যাবেন।সাথে ভোটার এলাকা,ভোটার নাম্বার সহ পেয়ে যাবেন। আর আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্রের সম্পূর্ণ তথ্য চান তাইলে রেজিস্টার মেনুতে ক্লিক করুন,তারপর নিচে " রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই " এই লিঙ্কে ক্লিক করুন।ক্লি করার পর নিচের মত একটি পেজ আসবে। এতে আপনার সদ্য পাওয়া NID নম্বরটি দিবেন,জন্ম তারিখ দিবেন,একটি valid ইমেইল এড্রেস দিবেন,আপনার মোবাইল নাম্বার দিবেন,বর্ত্মান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পুরাপুরি সঠিক দিবেন যেটি ভোটার নিবন্ধনে ব্যাবহার করেছেন।তারপর পাসওয়ার্ড দিবেন যা পরবর্তীতে লগিন করার জন্য দরকার হবে।তারপর ক্যাপচা দিবেন,তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন,ব্যাস কাজ শেষ আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের সম্পুর্ণ তথ্য পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App