দুঃখিত! whaff এ এয়ারটাইম প্লান অর্থাৎ মোবাইল রিচার্জের কোনো পদ্ধতি নেই। 

image

শুধু এই রকম কিছু পেআউট সিস্টেম আছে। যেমন ধরুন,  google (US) (mini 10.5$) ঐটা হলো গুগল গিফ্ট কার্ড যা কিন্তে আপনার Whaff অ্যাকাউন্টে উক্ত ডলার($) থাকতে হবে।

image

আর এই গিফ্ট কার্ড দিয়ে আপনি গুগলের যে সকল অ্যাপাস নির্দিষ্ট পরিমান ডলার পেমেন্ট করে ইনিস্টল করতে হয়।  সে সকল অ্যাপ্স গিফ্ট কার্ডের  কোডের মাধ্যমে ব্যালেন্স পেমেন্ট করে ফ্রি ইনিস্টল করতে পারবেন।  

বা বিভিন্ন গুগল কানেক্ট গেম্সের কয়েন,জেম্স বা ডায়মন্ড ক্রয়ের মাধ্যমে গেম্স লেভেল বাড়াতে বা উন্নত করতে পারবেন।  এছাড়াও পেপাল,অ্যামাজন এসব মার্কেটিং সাইটের কার্ড কিনে অনলাইনে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App