আমি একটি লিড(LED) সার্কিট বানাতে চাই, যার জন্য ১২ ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই প্রয়োজন। আমি চাইছি ২২০ ভোল্ট এসি থেকেই পাওয়ার সাপ্লাই দিতে। যদি ট্রান্সফরমারের পরিবর্তে রেজিস্টর বা অন্য কিছু ব্যবহার করে ভোল্টেজ কমানো যায় তবে কিভাবে সেটা করা যাবে দয়া করে বলুন আমাকে।
শেয়ার করুন বন্ধুর সাথে
julhas

Call

আপনি এডেপটার ব্যাবহার করে ২২০ থেকে ডিসি ১২ ভোল্ট পেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MrjHridoy

Call

রেসিস্টর দিয়ে পারবেন।তবে এর জন্য আপনাকে আপনার লেড টির রেসিস্টেন্সটা বলতে হবে।এবং কয়টা লেড জালাবেন সেটা ও বলতে হবে।তারপর উত্তর দিচ্ছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
PUTULPLUS

Call

 DC  capacitor এবং   ডায়োড দিয়ে তৈরিকৃত filter দিয়ে কাজ টা সুসম্পন্ন করা যাবে। এখানে ও বলতে পারেনimage

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ