Call

আপনি আইইএলটিএস/টফেল করে(এইস.এস.সির পর) যেকোন দেশে যেতে পারেন। . কোন দেশে যাবেন সেটা আপনার ব্যাপার। যে দেশে যেতে চান পাসপোর্ট করে সেই দেশের হাইকমিশন/দূতাবাসে যোগাযোগ করুন।তারাই বলে দিবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে।ভর্তির ব্যাপারে দূতাবাস থেকে ১০০% সহায়তা পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Masumakonda

Call

আপনি মালএশিয়া যেতে পারেন। পড়াশোনার জন্য মালয়েশিয়ায় প্রবেশের নিয়মকানুন তেমন জটিল কিছু নয়। স্টুডেন্ট ভিসার শর্ত মালয়েশিয়ার কোন সরকারি বা বেসরকার শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন কোন কোর্সে ভর্তির অনুমতি থাকতে হবে। অবশ্যই ইংরেজি বিষটি কোর্সে অন্তর্ভুক্ত থাকতে হবে। পড়াশোনা, থাকা-খাওয়া এবং ভ্রমণ ব্যয় নির্বাহের আর্থিক সঙ্গতি থাকতে হবে। কেবলমাত্র পড়াশোনার জন্য এ ভিসা দেয়া হবে। সুস্বাস্থ্য ও সচ্চরিত্রের অধিকারী হতে হবে। স্টুডেন্ট পাসের জন্য আবেদন পদ্ধতি মালয়েশীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্ত আবেদন করতে হবে। অনুমোদন এবং স্টুডেন্ট পাস ও ভিসা ইস্যুর কাজটি করে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তবে চীনের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনুমোদন দেয়ার কাজটি করে চীনে মালয়েশীয় দূতাবাস বা কাউন্সিল অব মালয়েশিয়া। শিক্ষার্থীর সাথে পরিবারের সদস্যদের অবস্থান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অনুমোদন নিয়ে পুরো কোর্স চলাকালীন সময়ে শিক্ষার্থীর বাবা-মা মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন। আর পোস্ট গ্রাজুয়েট কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বামী/স্ত্রী, সন্তানরাও মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন। খন্ডকালীন চাকরি এক সপ্তাহের বেশি ছুটি থাকলে বা সেমিস্টার বিরতির সময় শিক্ষার্থীরা খন্ডকালীন চাকরি করতে পারেন, তবে সেটা সপ্তাহে ২০ ঘন্টার বেশি নয়। ইমিগ্রেশন ও স্টুডেন্ট পাস সংক্রান্ত আরও তথ্যের জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করা যেতে পারে: ফোন: ৬০৩-৮৮৮০১০০০ ফ্যাক্স: ৬০৩-৮৮৮০১২০০ ওয়েবসাইট: www.imi.gov.my এছাড়া মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট: http://www.mohe.gov.my/educationmsia ভাষা শিক্ষা মালয়েশিয়ার ভাষা শেখার জন্য সহায়ক হতে পারে http://www.bahasa-malaysia-simple-fun.com সাইটটি। বিভিন্ন দেশের সাথে মালয়েশিয়ায় পড়াশোনার খরচের তুলনা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পছন্দ তালিকার শীর্ষের দিকেই থাকে মালয়েশিয়া। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান এর একটি কারণ, আরেকটি কারণ তুলনামূলক কম খরচ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ