play store থেকে কিছু ইন্সটল দিলে সেটা তো phone storage / memry card এ থাকেনা। এবং আনইন্সটল দিলে (play store) ছাড়া phone storage/ memory card এ আর পাওয়া যায়না। আমি শুনেছি, playstore থেকে ডাউনলোড দিয়ে ইন্সটল অবস্থায় এগুলো phone / memory card এ কপি করে রাখা যায়। এটা যদি সত্যি হয় তবে কিভাবে কপি করতে পারব? (model: symphony v80)
Share with your friends

Install Android Assistant>Open App>Click Tools>Backup & Restore>select app>click "Backup".


ফোনের SD card এর Android Assistant App backup ফোল্ডারটিতে এপগুলো পাবেন।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

৭zipper ইনস্টল করে অপেন করুন, তারপর application - এ যান, তারপর যে অ্যাপটা কপি করবেন, ওটা সিলেক্ট করে ব্যাকআপ-এ ক্রিক করুন, তাহলেই হয়ে গেল। মেমোরি কার্ড-এ backups folder -  এ অ্যাপগুলি পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App