Share with your friends

IMEI CODE দিয়ে আপনি নিজে মোবাইলের খুঁজ করতে পারবেন না। এটা পারবে প্রশাসন। হ্যাঁ, প্রশাসনকে হাদিয়া স্বরূপ! কিছু দিতে হবে তো। তা না হলে তো প্রশাসন আপনার কাজ করবে না। তবে অনেক প্রশাসক আছে ভাল, তারা হাদিয়া না নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে দিবে।

Talk Doctor Online in Bissoy App
Call

IMEI code দিয়ে কিভাবে মোবাইল খুজে বের করতে হলে প্রশাসনকে জানান। তারা কোম্পানীকে জানাবে।।ফোন যদি খোলা থাকে তাহলে বের করতে পারবে। অন্যথায় পারবে না।।আর না পারলেও তারা মোবাইলটিকে ডিসএবেল করতে পারবে।

Talk Doctor Online in Bissoy App
Masumakonda

Call

আপনার ফোনটি হারিয়ে গেলে IMEI কোড নিয়ে আপনার থানায় জিডি করতে হবে। থানায় জিডি করতে স্বাভাবিকভাবে ১০০-১৫০০ টাকা লাগতে পারে। তারা আপনার ফোনটি বের করে দিবে অতিশীঘ্রই।

Talk Doctor Online in Bissoy App
JoyRadhe

Call

আপনার একাউন্টি ফেসবুক থেকে চিরতরে ডিলিট হলেও নম্বরটি ঐ একাউন্টের সাথে যুক্ত আছে তাই আবাদত এই নম্বর দিয়ে নতুন করে একাউন্ট খুলতে পারবেন না। আপনি ২-৩ মাস পর এই নম্বর দিয়ে পুনরায় একাউন্ট খুলতে পারবেন। ৩ মাস পর না পারলেও ৫-৬ মাস পর একাউন্ট খুলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App